চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Showing posts with label যা কিছু সুন্দর. Show all posts
Showing posts with label যা কিছু সুন্দর. Show all posts

Saturday, June 25, 2022

 

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি 

স্বপ্নের পদ্মা সেতু খুলে দিল অগ্রগতির দখিন দুয়ার। দেশের সর্ববৃহৎ সেতু চালুর শুভক্ষণটি স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছে পদ্মার দুই পারের মানুষ। সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে এর আনন্দ। শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু কেবল একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প নয়; রাজনৈতিক দৃঢ়তা, সাহস ও সক্ষমতারও প্রতীক। স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবায়িত হচ্ছে, এটি দেশের ১৭ কোটি মানুষের আনন্দ ও গর্বের বিষয়। পদ্মা সেতু উদ্বোধনের এই শুভক্ষণে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকদের।

 

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের অর্থনীতিতে অনেক গতি এনে দিয়েছে; বদলে গেছে মঙ্গা পীড়িত মানুষের ভাগ্য । পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবকাঠামোমূলক উন্নয়ন হবে, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বাড়বে কর্মসংস্থান। পদ্মা সেতু দূরকে কেবল নিকট করবে না, পরকেও কাছে টানবে।