চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, September 4, 2020

ডিস এন্টেনার সুফল ও কুফল সম্পর্কে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা কর।


প্রতিবেদনের প্রকৃতি                : বিশেষ প্রতিবেদন/সংবাদ প্রতিবেদন

প্রতিবেদনের শিরোনাম            : ডিস এন্টেনার সুফল ও কুফল

সরোজমিনে পরিদর্শন              : এই বিষয়ে সংশিষ্টদের সাক্ষাৎকার

প্রস্তুতের সময় ও তারিখ           : রাত ৯টা, ১৮ জুন, ২০১৮

প্রতিবেদকের নাম                  : মুমতারিন মালিহা


ডিস এন্টেনার সুফল ও কুফল

আদি যুগে মানুষ ছিল নিয়তিনির্ভর। ক্রমান্বয়ে সভ্যতার বিকাশ ঘটে। মানুষ রিয়তি-নির্ভরতা কমিয়ে বুদ্ধিবৃত্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে বসবাসোপযোগী করেছে। যুক্তি ও বুদ্ধির দ্বারা নিয়তিকে অস্বীকার করে মেধা, পরিশ্রম, প্রজ্ঞা ও অধ্যবসায় দিয়ে প্রকৃতি নির্ভরতাকে কমিয়ে মানুষ নিজস্ব সবকীয়তা ও সৃষ্টির মাধ্যমে উৎকর্ষ সাধন করা সম্ভব তা বুঝতে পেরেছে। বিশ শতকে বিজ্ঞানের অগ্রযাত্রা বেশি। এ শতকে আবিষ্কার হয়েছে কম্পিউটার, রোবট, ইন্টারনেট, স্যাটেলাইট অর্থাৎ ডিস এন্টেনা ইত্যাদি। বর্তমান মিডিয়ার জগতে বিপ্লব এনেছে ডিশ এন্টেনা। সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় এনেছে এ প্রযুক্তি। ডিস এন্টেনা সুফলের পাশাপাশি কুফলও রয়েছে।

ডিস এন্টেনার সুফল: ডিস এন্টেনা পৃথিবীর একটি ব্যয়বহুল মিডিয়া মাধ্যম। কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায় বলে এ মাধ্যমটি খুব প্রয়োজনীয় মাধ্যম হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সুফলসমূহ নিম্নরূপ:

১. ডিম এন্টেনা পৃথিবীকে ঘরের মধ্যে এনে দিয়েছে। পৃথিবীর সমগ্র দেশ, জাতির শিক্ষা, সংস্কৃতি সম্বন্ধে আমরা ঘরে বসেই জানতে পারি।

২. বিভিন্ন শিক্ষামূলকঅনুষ্ঠান দেখার মাধ্যমে আমাদের চেতনাকে আরও শাণিত ও প্রজ্ঞাসম্পন্ন করতে পারি।

৩. বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মাধ্যমে তাদের সংস্কৃতির ভালো দিকগুলোকে গ্রহণ করতে পারি।

৪. উন্নত দেশগুলোর জীবনযাত্রার মান বিচার করে আমাদেও জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারি।

৫. পৃথিবীর চলমান ঘটনার সাথে সদা সংযুক্ত থাকতে পারি।

৬. পৃথিবীর বিভিন্ন দেশের নতুন এবং ভালো আবিষ্কার গ্রহণ করে দেশের উন্নতি সাধন করতে পারি।

৭. ঘরে বসে পৃথিবীর সব দেশের বিস্তারিত সংবাদ জানা যায়।


ডিস এন্টেনার কুফল: ডিস এন্টেনার যেমন সুফল রয়েছে পাশাপাশি এর কুফলও কম নয়। নিচে কিছু কুফল তুলে ধরা হল-

১. ডিস এন্টেনার মাধ্যমে বিজাতীয় সংস্কৃতির প্রভাবে নিজস্ব সংস্কৃতি হুমকির মুখে পড়ে যাচ্ছে।

২. অপসংস্কৃতি ও অশ্লীল প্রদর্শনীর মাধ্যমে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে।

৩. নৈতিক অবক্ষয় সমাজে বিপর্যয় ডেকে আনে।

৪. অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

৫. নিজস্ব সংস্কৃতির প্রতি অবক্ষা দেখা দিচ্ছে।

৬. শিশুরা কার্টুনে আসক্ত হয়ে পচ্ছে।

সুতরাং উপর্যুক্ত বিষয়সমূহ বিবেচনা করে বলা যায় ডিস এন্টেনা কুফল থাকা সত্ত্বেও সুফল আছে অনেক। তাই মন্দ দিকগুলো বর্জন করে ভালো দিকগুলো গ্রহণ করতে পারলে এর সুফল আমরা পেতে পারি।


প্রতিবেদক-

মুমতারিন মালিহা

উজরিপুর, বরশিাল।

 

প্রেরক, 

মুমতারিন মালিহা 

গ্রাম + পো: ডহরপাড়া 

উপজেলা: উজিরপুর 

জেলা: বরিশাল।

                         ডাক টিকিট

প্রাপক, 

সম্পাদক 

দৈনিক ইত্তেফাক, 

১, রামকৃষ্ণ মিশন রোড, 

ঢাকা-১২০৫।

1 comment:

Unknown said...

Thank you so much for giving us this.