চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Saturday, July 11, 2020

একুশের গান


১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
    দৃশ্যকল্প-১: মায়ের ভাষায় কথা বলাতে 
                  স্বাধীনতায় পথ চলাতে 
                  হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ 
                  সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান।
     দৃশ্যকল্প-২: ভাইয়ের বুকে রক্তে আজিকে 
                   রক্ত মশাল জ্বলে দিকে দিকে 
                   সংগ্রামী আজ মহাজনতা 
                   কণ্ঠে তাদের নব বারতা 
                   শহিদ ভাইয়েরস্মরণে।।

ক. ‘একুশের গান’ কবিতাটি কোন শহিদের স্মরণে লেখা হয়েছে?
খ. ‘দেশের ভাগ্য ওরা করে বিক্রয়’ কারা এবং কীভাবে?
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ‘একুশের গান’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মূলভাব ‘একুশের গান’ কবিতার বিশেষ একটি দিক প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
     দৃশ্যকল্প-১: ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
                  ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়।
     দৃশ্যকল্প-২: শাবা, বাংলাদেশ, এ পৃথিবী 
                   অবাক তাকিয়ে রয়; 
                   জ্বলে-পুড়ে-মরে ছারখার 
                   তবু মাথা নোয়াবার নয়।

ক. ‘অলকানন্দা’ কী?
খ. ‘জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ‘একুশের গান’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মূলভাব ‘একুশের গান’ কবিতার বিশেষ একটি দিক প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

ভাষা আন্দোলন ১৯৫২
ক. সেই আঁধাওে কাদের মুখ চেনা? 
খ. একুশে ফেব্রুয়ারি কেন ভোলার নয়?
গ. উদ্দীপকে ‘একুশের গান’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের ছবিটির গুরুত্ব ‘একুশের গান’ কবিতার আলোকে বিশ্লেষণ কর । 

No comments: