চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Saturday, September 12, 2020

 #  একটি বই মেলার বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।


১২ জুলাই, ২০১৮খ্রি.

উজিরপুর, বরিশাল।


প্রিয় মামুন,

প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। গতকাল তোমার যে চিঠিখানা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ।গতকাল তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছ। আমিও তোমার দোয়ায় ভালো আছি।

আনন্দের ভাষায় অনুভূতি ব্যক্ত করতে না পারলেও এবারের একুশে বইমেলায় আমার যে অনুভূতি তো তোমাকে না জানালে যে আমি স্বস্তি পা”িছ না। প্রতিবছর মতো যথারীতি ১ ফেব্রুয়ারি বিকালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়েছে এক ঝাঁক সাদা কবুতর উড়িয়ে তিনি বইমেলার উদ্বোধন করলেন।

উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান প্রধান কিছু স্টল ঘুরে দেখলেন। প্রথম দিনে মেলা তেমন জমে ওঠে নি। দ্বিতীয় দিন থেকে মেলায় প্রচুর লোক আসতে থাকে। এবারের মেলায় প্রায় সাড়ে তিনশ স্টল ছিল। প্রত্যেকই কিছু কিছু নতুন বহিঃপ্রকাশ করেছে। শিশু ও কিশোরদের বই ও সিডির কয়েকটি স্টল ছিল। সব স্টলেই মোটামুটি বিক্রি হয়েছে।

প্রতি বছরের মতো এবারও বাংলা একাডেমি কর্তৃপক্ষ মেলা চত্বরে বিকালে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষাভিত্তিক আলোচনা অনুষ্ঠান এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছিল। মেলায় নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই সুশৃঙ্খল। র‌্যাব সমস্যদের তৎপরতা ছিল প্রষংসনীয়। তবে গেটে লাইন ধওে লোক প্রবেশের ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেক সময় লেগেছে মেলার ভিতরে ঢুকতে। অনেকে ধৈর্য হারিয়ে ফিরে গেছে। তারপরেও বলা যায়, সার্বিকভাবে এবারের একুশে বইমেলা বেশ প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠেছিল লেখক, পাঠক, দর্শকের সমাগম। প্রতিদিন নতুন বাই এসেছে মেলায়। প্রতিদিনই কোনো না কোনো টিভি চ্যানেল থেকে সংবাদ প্রতিনিধি এসেছে। মেলার অনেক স্টল ঘুরে আমি বেশকিছু নতুন বই কিনেছি। তোমার জন্যও একটা নতুন বই কিনেছি। একরাশ আনন্দ নিয়ে চলে এসেছি বাসায।

আজ আর না। সময় পেলেই আমাকে চিঠি লেখো। ভালো থেকো।

 

ইতি

তোমার প্রিয়

 

BY AIR MAIL

 

FROM,

MUMTARIN SHAMIHA

VILL+PO : DHAHARPARA

UJIRPUR, BARISHAL

STAMP

TO,

MAMUN

BOX NO: 5428

USA.

# এস এস সি পরীক্ষার পর অবসর সময় কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ।


২২. ১০. ২০১৭

উজিরপুর, বরিশাল।


প্রিয় মামুন,

প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। গতকাল তোমার যে চিঠিখানা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ।গতকাল তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছ। আমিও তোমার দোয়ায় ভালো আছি।

এস এস সি পরীক্ষার পর আমি কীভাবে সময় কাটাব তা তুমি জানতে চেয়েছ। সে বিষয়ে আমি তোমাকে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আগামী মাসে আমাদের পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে আমি থাকব সম্পূর্ণ মুক্ত। আমার চাচা থাকেন চাঁদপুর। তিনি আমাকে সেখানে গিয়ে কিছুদিন কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বাড়ির পাশে আছে একটি নদী। আমরা সারাদিন ঐ নদীতে মাছ ধরব, সাঁতার কাটব। সাঁতার কাটা আমার পছন্দের খেলাগুলোর মধ্যে অন্যতম একটি। এই খেলার জন্য অনেক পুরস্কারও পেয়েছি আমি। তারপর বিকেল বেলায় ঘুরে বেড়াব মেঘনা নদীর তীরে। নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমি আনন্দ লাভ করব। এরপর আমি আমার গ্রামের বাড়ি চলে যাব এবং পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত থাকব।

আমি ভালই আছি। তুমি কীভাবে তোমার পরীক্ষার পর সময় কাটাতে চাও তা অনুগ্রহ করে জানাবে। তোমার পিতা-মাতাকে শ্রদ্ধা ও ছোট ভাই-বোনদেরকে স্নেহ জানাবে।

 

ইতি

তোমার প্রিয়,

মোহায়মিন

 

 

 প্রেরক,

 মো:মোহায়মিন

 গ্রা:+পো: ডহড়পাড়া

 উপজেলা: উজিরপুর

 জেলা: বরিশাল।       

ডাক টকিটি

প্রাপক,                               

মামুন হোসেন

গ্রাম+পো: ধামসর,

উপজেলা: উজিরপুর           

জেলা: বরিশাল।    

# তোমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতা/ মাতার নিকট পত্র লেখ।


২২. ১০. ২০১৮

উজিরপুর, বরিশাল।


শ্রদ্ধেয় বাবা,

প্রথমে আমার সালাম রইল। গতকাল তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছ। আমিও তোমার দোয়ায় ভালো আছি।

আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছ। আমার পরীক্ষা প্রায় সমাগত। পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রায় শেষ। তবুও পরীক্ষা যত কাছে আসছে পরীক্ষাভীতি ততই বৃদ্ধি পাচ্ছে। বাংলা ও ইংরেজি বিষয়ের পাঠ চুড়ান্ত হয়ে গেছে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের প্রস্তুতিও প্রায় শেষ। গণিতের প্রস্তুতিও সমাধা হয়েছে, তবে পুরো নম্ভর পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকগণও যথেষ্ট সাহায্য-সহযোগিতা করছেন। এবার আল্লাহর রহমত ও তোমাদের আর্শীবাদই সহায়ক। তবে আমি বিশ্বাস করি পরীক্ষায় আমি ভালো ফলাফল করতে পারব।

বিশেষ আর কী লিখব। মার কাছে আমার সালাম জানাবে। আমার জন্য দোয়া করিও। আমি যাতে সুস্থ ও ভালোমনে পরীক্ষা দিতে পারি।


ইতি

আপনার আদরের

মুনিরা।

 

 

প্রেরক,

মো: মুনিরা

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজেলা: উজিরপুর

জেলা: বরিশাল।

ডাক টকিটি

 প্রাপক,       

মামুন হোসেন

গ্রাম+পো: ধামসর,

উপজেলা: উজিরপুর         

জেলা: বরিশাল।    

 #  জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার পর অবসর সময় কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র লেখ।


২২. ১০. ২০১৮

উজিরপুর, বরিশাল।


প্রিয় মামুন,

প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। গতকাল তোমার যে চিঠিখানা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ।গতকাল তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছ। আমিও তোমার দোয়ায় ভালো আছি।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার পর আমি কীভাবে সময় কাটাব তা তুমি জানতে চেয়েছ। সে বিষয়ে আমি তোমাকে সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। আগামী মাসে আমাদের পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে আমি থাকব সম্পূর্ণ মুক্ত। আমার চাচা থাকেন চাঁদপুর। তিনি আমাকে সেখানে গিয়ে কিছুদিন কাটানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বাড়ির পাশে আছে একটি নদী। আমরা সারাদিন ঐ নদীতে মাছ ধরব, সাঁতার কাটব। সাঁতার কাটা আমার পছন্দের খেলাগুলোর মধ্যে অন্যতম একটি। এই খেলার জন্য অনেক পুরস্কারও পেয়েছি আমি। তারপর বিকেল বেলায় ঘুরে বেড়াব মেঘনা নদীর তীরে। নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে আমি আনন্দ লাভ করব। এরপর আমি আমার গ্রামের বাড়ি চলে যাব এবং পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত থাকব।

আমি ভালই আছি। তুমি কীভাবে তোমার পরীক্ষার পর সময় কাটাতে চাও তা অনুগ্রহ করে জানাবে। তোমার পিতা-মাতাকে শ্রদ্ধা ও ছোট ভাই-বোনদেরকে স্নেহ জানাবে।


ইতি

তোমার প্রিয়,

মোহায়মিন


প্রেরক,

মো:মোহায়মিন

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজেলা: উজিরপুর

জেলা: বরিশাল।     

ডাক টকিটি

 প্রাপক,                               

মামুন হোসেন

গ্রাম+পো: ধামসর,

উপজেলা: উজিরপুর           

জেলা: বরিশাল।    

#  তোমার কোনো বন্ধুর মাতৃবিয়োগে তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখ।

 

তাং ১২/০৬/২০১৮

উজিরপুর, বরিশাল।


প্রিয় মামুন,

আমার আন্তরিক সমবেদনা আর শুভকামনা তোমাকে। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে চিঠি লিখবো। চিঠি লেখার আগেই তোমার চিঠি পড়ে মনটা খারাপ হয়ে গেল।

তোমার চিঠি পড়ে জানতে পেলাম তোমার পরম স্নেহময় মা পৃথিবীতে আর বেঁচে নেই। কথাটা নির্মম হলেও আমাকে বিশ্বাস করতে হল। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। সবাইকেই প্রকৃতির অমোঘ নির্দেশে চলে যেতে হয়। কিন্তু কখনো ধারনাই করতে পারি নি যে, তাঁর মত এমন হাসি-খুশি, প্রাণবন্ত সুস্থ মানুষটি হঠাৎ এভাবে সবাইকে শোক-সাগরে ভাসিয়ে দিয়ে চিরতরে চলে যাবেন। তাঁর মত জ্ঞানগর্ভ শিক্ষিকা এবং নিবেদিতপ্রাণের মৃত্যুতে আমাদের তথা সমাজের অপূরণীয় ক্ষতি হলো। তোমার মায়ের মত আদর্শ মানুষ আজকাল সমাজে বিরল। তাই তুমি তোমার মায়ের মৃত্যুতে যে বিয়োগ যন্ত্রণা ভোগ করছ তা শুধু তোমার একার নয়। তাঁর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিল এ বেদনা তাদের সবার। অসহ্য বেদনার মধ্যেও তোমাকে শক্ত হতে হবে, ভেঙ্গে পড়লে চলবে না। তাঁর আদর্শকে সমুন্নত রাখার দায়িত্ব এখন তোমার। মহান সৃষ্টিকর্তা তোমার মাকে জান্নাতবাসী করুন এবং তোমার মনের শত দুঃখ-বেদনার অবসান করুন।

তোমার বাবাকে আমার সালাম এবং ছোট বাই-বোনদেরকে অকুণ্ঠ শুভাশীষ দিও। আল্লাহ তোমাদের সবাইকে ধৈর্য ধারণের শক্তি দিন-এ প্রার্থনা আমার।


ইতি

তোমার প্রীতিধন্য

মো: মোহায়মিন 

 

প্রেরক,

মো:মোহায়মিন

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজেলা: উজিরপুর

জেলা: বরিশাল।     

ডাক টকিটি

প্রাপক,                                

মামুন হোসেন

গ্রাম+পো: ধামসর,

উপজেলা: উজিরপুর           

জেলা: বরিশাল।    

 #  কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ।

অথবা, তোমার নাম মালিহা। তোমার বোন সামিহা ঢাকায় থাকে। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ।


২২. ১০. ২০১৮

উজিরপুর, বরিশাল।


প্রিয় সামিহা,

প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। গতকাল তোমার যে চিঠিখানা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ।গতকাল তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছ।আমিও তোমার দোয়ায় ভালো আছি।তোমার চিঠিতে জানতে পারলাম যে, পড়াশুনার পাশাপাশি তুমি কম্পিউটার শিখছ।

বাবা আমাকে একটি কম্পিউটার কিনে দিয়েছেন। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। মানবকল্যাণে বিজ্ঞানের যেসব বিস্ময়কর অবদান রয়েছে তার মধ্যে কম্পিউটার অন্যতম। আসলে এটা যে কত বড় অবদান তা কম্পিউটার ব্যবহার করে বুঝতে পারলাম। আর এখন আমার মনে হ”েছ কম্পিউটর শিক্ষা আমাদের সবার জন্য জরুরি। কম্পিউটার জানা থাকলে তুমি সবকিছু সহজেই সমাধান করতে পারবে। এটি তথ্য গহণ, নির্দেশ পালন ও সংরক্ষণ করে অতি অল্প সময়ের মধ্যে অগণিত সমস্যার সমাধান দিতে পারে। এ ছাড়া ই-মেইলের মাধ্যমে বিশ্বেও যেকোনো সময়ে চিঠি পাঠানো সম্ভব।

তাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের প্রত্যেকেরও উচিৎ অন্যান্য বিষয়ের সাথে কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া। আগামী দিনের পৃথিবী হবে সম্পূর্ন রূপে কম্পিউটারের অধীন।

আজ আর না। ভালো থেকো। বাবা ও মাকে আমার সালাম জানিও।

ইতি

তোমার প্রিয়,

মালিহা

 

 

     প্রেরক,

মালিহা

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজেলা: উজিরপুর

জেলা: বরিশাল।         

ডাক টকিটি

 প্রাপক,                               

সামিহা

গ্রাম+পো: ধামসর,

উপজেলা: উজিরপুর           

জেলা: বরিশাল।    


 #  মনে করো, তোমার ছোট ভাই মুগ্ধ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একখানা চিঠি লেখ।

১২ জুলাই, ২০১৮ খ্রি.

উজিরপুর, বরিশাল।


প্রিয় মুগ্ধ,

আমার আন্তরিক সমবেদনা আর শুভকামনা তোমাকে। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে চিঠি লিখবো। চিঠি লেখার আগেই তোমার চিঠি পেলাম। তুমি ও বাড়ির সবাই ভালো আছ জেনে খুশি হলাম।

চিঠিতে জানতে পারলাম আগামী মাসের প্রথম সপ্তাহে তোমার পরীক্ষা শুরু হবে। তোমার পড়াশুনা নিশ্চয়ই ভালোভাবে চলছে? মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ো এবং বারবার লেখো। নিজের ভুলগুলো নিজেই সংশোধন কর। এতে তোমার হাতের লেখা যেমন সুন্দর হবে, তেমনি লেখায় বানান ভুলও কমে যাবে। ফলে পরীক্ষার খাতায় বেশি নস্বর পাবে।

আজকাল অনেক শিক্ষার্থীই ক্লাসে মনোযোগ দিয়ে শিক্ষকদের কথা শোনে না। বাড়িতেও ঠিকমত পড়ালেখা করে না। প্রতিদিনের পড়া ও বাড়ির কাজ নিয়মিত পড়ে না। নিয়মিত লেখার অনুশীলন করে না। তারা পরীক্ষার হলে গিয়ে নকল করে। কেউ কেউ নকল করে ভালোভাবে পাসও করে যায়। কিন্তু প্রকৃত শিক্ষা তাদের হয় না। ছাত্ররা দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। আগামীতে তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই পরিশ্রম ও সাধনার মাধ্যমে তাদের নিজেকে সব দিক দিয়ে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। পরীক্ষায় নকল করা একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নকলের মতো অন্যায় ও দুর্নীতি বা পাপের ওপর ভিত্তি করে জীবনে কখনোই সাফল্য লাভ করা যায় না।

আশা করি, তুমি শিক্ষকদের উপদেশ মতো পড়াশুনার প্রতি গভীর মনংসংযোগ করবে। মানুষের মতো মানুষ হয়ে আমাদের পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করবে। তোমার কৃতিত্ব ও গৌরব কামনা করি। ভালো থেকো। বাবা ও মাকে আমার সালাম জানিও।

 

ইতি

তোমার প্রীতিধন্য

মো: মোহায়মিন


 

প্রেরক,

মো:মোহায়মিন

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজেলা: উজিরপুর

জেলা: বরিশাল।  

ডাক টকিটি

প্রাপক,                                

মুগ্ধ

গ্রাম+পো: ধামসর,

উপজেলা: উজিরপুর           

জেলা: বরিশাল।    

 #  তোমার কোনো বন্ধুর মাতৃবিয়োগে তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখ।

অথবা, মনে করো, তোমার নাম দিপা/দীপন। তোমার বন্ধুর নাম আবির/কাবির। সে রাজশাহী থাকে।তোমার কোনো বন্ধুর মাতৃবিয়োগে তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখ।

১২ জুলাই, ২০১৮ খ্রি.

উজিরপুর, বরিশাল।


প্রিয় আবির/কাবির,

আমার আন্তরিক সমবেদনা আর শুভকামনা তোমাকে। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে চিঠি লিখবো। চিঠি লেখার আগেই তোমার চিঠি পড়ে মনটা খারাপ হয়ে গেল।

তোমার চিঠি পড়ে জানতে পেলাম তোমার পরম স্নেহময় মা পৃথিবীতে আর বেঁচে নেই। কথাটা নির্মম হলেও আমাকে বিশ্বাস করতে হল। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। সবাইকেই প্রকৃতির অমোঘ নির্দেশে চলে যেতে হয়। কিন্তু কখনো ধারনাই করতে পারি নি যে, তাঁর মত এমন হাসি-খুশি, প্রাণবন্ত সুস্থ মানুষটি হঠাৎ এভাবে সবাইকে শোক-সাগরে ভাসিয়ে দিয়ে চিরতরে চলে যাবেন। তাঁর মত জ্ঞানগর্ভ শিক্ষিকা এবং নিবেদিতপ্রাণের মৃত্যুতে আমাদের তথা সমাজের অপূরণীয় ক্ষতি হলো। তোমার মায়ের মত আদর্শ মানুষ আজকাল সমাজে বিরল। তাই তুমি তোমার মায়ের মৃত্যুতে যে বিয়োগ যন্ত্রণা ভোগ করছ তা শুধু তোমার একার নয়। তাঁর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত ছিল এ বেদনা তাদের সবার। অসহ্য বেদনার মধ্যেও তোমাকে শক্ত হতে হবে, ভেঙ্গে পড়লে চলবে না। তাঁর আদর্শকে সমুন্নত রাখার দায়িত্ব এখন তোমার। মহান সৃষ্টিকর্তা তোমার মাকে জান্নাতবাসী করুন এবং তোমার মনের শত দুঃখ-বেদনার অবসান করুন।

তোমার বাবাকে আমার সালাম এবং ছোট বাই-বোনদেরকে অকুণ্ঠ শুভাশীষ দিও। আল্লাহ তোমাদের সবাইকে ধৈর্য ধারণের শক্তি দিন-এ প্রার্থনা আমার।


ইতি

তোমার প্রীতিধন্য

দিপা/দীপন

 

প্ররেক,

দীপন

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজলো: উজরিপুর

জলো: বরশিাল।    

ডাক টকিটি

প্রাপক,                               

মামুন হোসনে

গ্রাম+পো: ধামসর,

উপজলো: পঞ্চগাঁও       

জলো: রাজশাহী

#  বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে একখানা চিঠি লেখ।

অথবা, মনে করো, তোমার নাম নিবিড়/প্রবীর। তোমার বন্ধুর নাম আবির/কাবির। সে খুলনা বসবাস করে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে একখানা চিঠি লেখ।

১২ জুলাই, ২০১৮ খ্রি.

উজিরপুর, বরিশাল।


প্রিয় আবির/কাবির,

প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা নিও। গতকাল তোমার যে চিঠিখানা পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ।গতকাল তোমার চিঠি পেয়ে জানতে পারলাম তুমি ভালো আছ। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি।তুমি ‘বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চেয়েছ। আজ সে সম্পর্কে লিখছি।

তুমি তো জান, গাছ আমাদের পরম বন্ধু। আমরা শ্বাস-প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করি, কার্বন-ডাই-অক্সাইড ত্যাগ করি। আর গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে এবং বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে নেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু মানুষ তার প্রয়োজনে প্রচুর গাছ কাটছে।ৎবন উজাড় হচ্ছে। তাতে প্রকৃতি ও পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে।

দেশের অর্থনৈতিক উন্নয়নে বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে দেশের মোট ভূমির কমপক্ষে শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু সে তুলনায় আমাদের বনভূমির পরিমাণ খুবই কম। তাই অর্থনৈতিক সমৃদ্ধিও জন্যে সব সম্পদেও উন্নয়নের মাধ্যমে তাৎপর্যপূর্ণ অবদান রাখা দরকার। নানা কারণে দেশের বনভূমি ক্রমেই উজাড় হয়ে যাচেছ। দেশের জনসংখ্যা দ্রæত বৃদ্ধিজনিত কারণে অনেক বনভূমি ধ্বংস হয়ে যা”েছ। ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। এজন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনেক বেশি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নানাভাবে বৃক্ষের ওপর নির্ভশীল। বৃক্ষ অক্রিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে। বৃক্ষের কাঠ আমাদেও একটি বড় ধরনের আয়ের উৎস। গৃহনির্মাণ, নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র তৈরি থেকে শুরু করে বৃক্ষ মানবজীবনে কত প্রয়োজন মেটায় তা বলে শেষ করা যাবে না। বৃক্ষের অভাবে অনাবৃষ্টি দেখা দেয়, দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলতে হবে। মনে রাখতে হবে, গাছ বাঁচলে মানুষ বাঁচবে।

আজ আর না। সময় পেলেই আমাকে চিঠি লেখো। ভালো থেকো। তোমার পিতা-মাতাকে শ্রদ্ধা ও ছোট ভাই-বোনদেরকে স্নেহ জানাবে।তোমার সার্বিক মঙ্গল কামনা করি।

ইতি

তোমার প্রিয়,

নিবিড়/প্রবীর

 

প্ররেক,

মুমতারিন মালিহা

গ্রা:+পো: ডহড়পাড়া

উপজলো: উজরিপুর

জলো: বরশিাল।    

ডাক টকিটি

প্রাপক,                               

মামুন হোসনে

গ্রাম+পো: ধামসর,

উপজলো: উজরিপুর           

জলো: বরশিাল।  

Thursday, September 10, 2020

#  তোমাদের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর।

 

২০ মার্চ, ২০১৭ খৃঃ

সম্পাদক,

দৈনিক ইত্তেফাক,

১, রামকৃষ্ণ মিশন রোড,

ঢাকা-১২০৩।

 

বিষয়: চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন।

 

জনাব,

আপনার সম্পাদিত বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট বিভাগে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে জনসাধারণের উপকারে অবদান রাখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

 

নিবেদক-

মো: মোহায়মিন

ডহরপাড়া, বরিশাল।

দাতব্য চিকিৎসালয়  স্থাপনের জন্যে আবেদন

বরিশাল জেলার উজিরপুর একটি ঐতিহ্যবাহী থানার একটি গ্রমা ডহরপাড়া। এই গ্রামে একটি বাজার, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, এ গ্রামে, এমনকি আশেপাশের ৭/৮ গ্রামে কোনো বাল ডাক্তার বা চিকিৎসালয় নেই। ভাল ডাক্তারের সন্ধানে ৪০ কিলোমিটার দূওে রোগী নিতে গেলে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। ফলে গরীব জনসাধারণকে স্থানীয় বাজারের হাতুড়ে ডাক্তারদের অপচিকিৎসার নির্মম শিকারে পরিণত হচ্ছে। তাই এ গ্রামে একটি সরকারী দাতব্য চিকিৎসালয় স্থাপন অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ-ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের নিকট কয়েকবার আবেদন করা হলেও তাতে কোনো সাড়া পাওয়া যায় নি। 

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমাদের গ্রামে একটি দাতব্য শিক্ষালয় স্থাপন করে অত্র গ্রামের জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মর্জি হয়।

 

নিবেদক-

এলাকাবাসীর পক্ষে-

মো: মোহায়মিন

ডহরপাড়া, বরিশাল।



 প্রেরক,

 মো:মোহায়মিন

 গ্রা:+পো: ডহড়পাড়া

 উপজেলা: উজিরপুর

 জেলা: বরিশাল।

ডাক টিকিট

 প্রাপক,                            

 সম্পাদক,

 দৈনিক ইত্তেফাক,

 ১, রামকৃষ্ণ মিশন রোড,

 ঢাকা-১২০৩।