অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী পরীক্ষা, রচনামূলক অংশের সকল বিষয়, সৃজনশীল প্রশ্ন, শিক্ষা, সাহিত্য, কবিতা ও স্বাস্থ্যবিধি
চলমান কথা
Thursday, June 6, 2024
Monday, November 7, 2022
Tuesday, September 13, 2022
Monday, September 12, 2022
কাঁচা
আম –
v শরীরকে ঠান্ডা রাখে।
v হজম প্রক্রিয়া গতিশীল করে।
v চুল ও ত্বক সুস্থ রাখে।
v শর্করার পরিমাণ কম, ফলে ওজন বাড়ার
ভয় থাকে না।
v ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ
চিনি থাকে না।
v ক্লান্তি দূর করে।
v ঘামাচি প্রতিরোধ করে।
v সকালের বমি বমি ভাব দূর করে।
v রক্তের সমস্যা দূর করে।
v কোষ্ঠকাঠিন্য দূর করে।
v রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
v শরীরে লবণের অভাব দূর করে।
v ডায়াবেটিস প্রতিরোধী।
পাকা
আম –
v দৃষ্টিশক্তির জন্য অত্যন্ত সহায়ক।
v ছোট শিশুদের বিকাশের জন্য উপযোগী।
v দাঁত ও চুল ভালো রাখে।
v গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করে।
v ক্যালরি বেশি থাকায় দ্রুত শক্তি অর্জন
করতে সাহায্য করে।
v ব্রণের সমস্যা দূর করে।
v ত্বকের গোড়া থেকে পরিষ্কার করে।
v মুখের কালো দাগ দূর করে।
v হজমে সহায়ক।
v রক্তস্বল্পতা রোধ করে।
v ক্যান্সার প্রতিরোধ করতে পারে।
v হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক রাখে।
v রক্ত পরিষ্কার করে।
v শরীরে অ্যালকোহলের মাত্রা স্বাভাবিক
রাখতে সাহায্য করে।
Wednesday, June 29, 2022
আমের খাওয়ার উপকারিতা
আমের উপকারিতা ও পুষ্টিগুণ
1. পাকা
আম আমাদের ত্বক কে সুন্দর, উজ্জ্বল ও মসৃণ করে। শুধু তাই নয়, এটি আমাদের ত্বকের ভেতর
ও বাইরে থেকে উভয়ভাবেই সুন্দর রাখতে সাহায্য করে। আম আমাদের ত্বকের লোমের গোড়া পরিষ্কার
রাখতে সাহায্য করে ও ব্রণের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2. গাছপাকা
আমে পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণের উপস্থিতিও রয়েছে । আমাদের শরীরের দাঁত, নখ, চুল ইত্যাদি
মজবুত করার জন্য আমের খনিজ লবণ উপকারী ভূমিকা পালন করে। 3. সাধারণত
পাকা আম ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে মুখের ও নাকের উপর জন্মানো
ব্ল্যাকহেড দূর করতে অনেকাংশে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন ১০০ গ্রাম পাকা আম খান
তাহলে আপনার মুখের কালো দাগ দূর হবে। 4. আমের
উপকারিতা গুলোর মধ্যে একটি হচ্ছে আমের পুষ্টি উপাদান। পাকা আমের আঁশে কিছু উপাদান যেমন-
ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ থাকায় তা হজমে সহায়তা করে থাকে। আমে
আছে প্রচুর পরিমাণে এনজাইম এটা আমাদের শরীরের প্রোটিন অণুগুলো ভেঙ্গে ফেলতে সাহায্য
করে যা হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। 5. আমে
প্রায় ২৫ রকমের বিভিন্ন কেরাটিনোইডস উপকারী ব্যাকটেরিয়া আছে যা আপনার ইমিউন সিস্টেমকে
সুস্থ ও সবল রাখে।
6. আমে
রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন- বি কমপ্লেক্স। এই ভিটামিন আমাদের শরীরের স্নায়ুগুলোতে
অক্সিজেনের সরবরাহ সচল রাখতে সাহায্য করে। আমাদের শরীরকে রাখে পুরোপুরি সতেজ। যার ফলে
খুব দ্রুত ঘুম আসতে সাহায্য করে। 7. আমে
রয়েছে বেটাক্যারোটিন, ভিটামিন ই এবং সেলেনিয়াম। এসব উপাদান পরিমাণে পর্যাপ্ত থাকায়
পাকা আম হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে।আমাদের হার্টকে সুস্থ ও সবল রাখতে বিশেষ
ভূমিকা পালন করে থাকে। 8. আপনি
যদি প্রতিদিন এককাপ আম খেতে পারেন তাহলে এটি আপনার শরীরে ভিটামিন ‘এ’ এর চাহিদার প্রায়
পঁচিশ শতাংশের যোগান দিতে পারবে। ভিটামিন ‘এ’ আমাদের চোখের জন্য খুবই উপকারী। এটি আমাদের
চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং রাতকানা রোগ থেকে রক্ষা করে। 9. আমে
প্রচুর পরিমাণে এসিড থাকে যেমন- টারটারিক এ্যাসিড, ম্যালিক এ্যাসিড ও সাইট্রিক এ্যাসিড
যা আমাদের শরীরে অ্যালকালাই বা খার ধরে রাখতে সহায়তা করে অনেকাংশেই। 10. আমের
মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা শরীরের ক্যান্সার প্রতিরোধে
সহায়তা করে। স্তন, লিউকেমিয়া, কোলন প্রোস্টেট ক্যান্সারের মত মারাত্মক ক্যান্সার
প্রতিরোধে সহায়তা করে। এতে প্রয়োজনীয় এনজাইমও পাওয়া যায়। 11. কা
আম পটাশিয়ামসমৃদ্ধ হওয়ায় এটি আমদের হার্টবিট ও রক্তস্বল্পতা নিয়ন্ত্রণে সহায়তা করে।
আমাদের হার্টবিটকে সচল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। 12. পাকা
আম আমাদের শরীরের রক্ত পরিষ্কারে সহায়তা করে। আমের মধ্যে থাকা টারটারিক, ম্যালিক ও
সাইট্রিক এ্যাসিড শরীরে অ্যালকোহল ধরে রাখতে সহায়তা করে। 13. আমে
রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, পাকা আমের তুলনায় কাঁচা আমে ভিটামিন-সি এর পরিমাণ
বেশি। যা আমাদের দাঁত ও হাড় গঠনে বিশেষ ভূমিকা রাখে। 14. আম
আমাদের শরীরের ক্ষয়রোধ করে। প্রতিদিন আম খেলে দেহের ক্ষয়রোধ হয় এবং স্থূলতা কমিয়ে শারীরিক
গঠনে ইতি বাচক ভূমিকা পালন করে। 15.
শুধু
তাই নয়, আমের ভেষজ গুণ আমাদের স্কিন ক্যান্সারসহ ভিভিন্ন জটিল রোগ থেকে রক্ষা করে। 16. আমে
আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ সেই সাথে আরো আছে ফাইবার যা সিরাম কোলেস্টরলের মাত্রা
কমিয়ে দেয়, বিশেষ করে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টরল যেমন কম ঘনত্বের লাইপোপ্রটিন
এর মাত্রা কমাতে সাহায্য করে।
Saturday, June 25, 2022
স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি
স্বপ্নের পদ্মা সেতু খুলে দিল অগ্রগতির
দখিন দুয়ার। দেশের সর্ববৃহৎ সেতু চালুর শুভক্ষণটি স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছে পদ্মার
দুই পারের মানুষ। সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না;
গোটা বাংলাদেশে ছড়িয়ে যাবে এর আনন্দ। শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু কেবল একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প নয়; রাজনৈতিক
দৃঢ়তা, সাহস ও সক্ষমতারও প্রতীক। স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবায়িত হচ্ছে, এটি দেশের
১৭ কোটি মানুষের আনন্দ ও গর্বের বিষয়। পদ্মা সেতু উদ্বোধনের এই শুভক্ষণে আমরা প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ও তাঁর সরকারকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে
যুক্ত দেশি-বিদেশি প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিকদের।
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গের
অর্থনীতিতে অনেক গতি এনে দিয়েছে; বদলে গেছে মঙ্গা পীড়িত মানুষের ভাগ্য । পদ্মা সেতু
চালু হওয়ার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবকাঠামোমূলক উন্নয়ন হবে, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের
প্রসার ঘটবে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বাড়বে কর্মসংস্থান। পদ্মা
সেতু দূরকে কেবল নিকট করবে না, পরকেও কাছে টানবে।
Monday, August 9, 2021
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাঁরা এদেশের সূর্যসন্তান। জাতি আজীবন তাঁদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁরা মরেনি, মরবে না; তাঁরা চিরঞ্জীব, অমর।
ক. জেলে
পাড়ার সব চেয়ে সাহসী লোকটার নাম কী?
খ. ‘একটা
নতুন পৃথিবী সৃষ্টি হতে চলেছে’বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকটি
‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’কবিতার কোন দিকটি মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপক
ও ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’কবিতা উভয়ের মূল সুর এক ও অভিন্ন”-উক্তিটি বিশ্লেষণ
কর।
২. নিচের
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
প্রায় চার ঘণ্টা ধরে প্রহরারত অবস্থান পাঁচজন মুক্তিযোদ্ধা। তারা রাস্তার ধারে ঝোপের আড়ালে অবস্থান নিয়েছে। তারা সর্তক হয়ে পুল পাহারা দিচ্ছে। কারণ এ পুল দিয়েই পাশের গ্রামে যাবে পাক হানাদাররা। তবে পাঁচজনই প্রতিজ্ঞাবদ্ধ যে হানাদাররা ঐ গ্রামে যাবে না, গেলে যাবে জাহান্নামে। কারণ পুলের নিচে বোমা পুঁতে রেখেছে তারা। হানাদাররা পুলে ওঠা মাত্রই পুলটিকে উড়িয়ে দেবে তারা।
ক. হরিদাসীর
সিঁথির সিদুর মুছে গেল কেন?
খ. জলপাই
রঙের ট্যাঙ্ককে কবি দানব বলেছেন কেন?
গ. উদ্দীপকের
সাথে ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’কবিতার সাদৃশ্য আলোচনা কর।
ঘ. “সাধারণ
জনগণের অংশগ্রহণেই সংঘটিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধ।” উদ্দীপক ও কবিতাটির আলোকে উক্তিটি
বিশ্লেষণ কর।
৩. নিচের
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
শাহাদত সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা এবং পেশায় স্কুলশিক্ষক। মুক্তিযুদ্ধে তিনি তার বাবা-মাকে হারিয়েছেন। তিনি অবসরে গ্রামের চায়ের স্টলে বসে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন; বলতে থাকেন পাকিস্তানিদের নির্মম অত্যাচারের কথা, বাঙালির আত্মত্যাগ ও অসীম বীরত্বের কথা।