# তোমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর।
২০ মার্চ, ২০১৭ খৃঃ
সম্পাদক,
দৈনিক ইত্তেফাক,
১, রামকৃষ্ণ মিশন রোড,
ঢাকা-১২০৩।
বিষয়: চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন।
জনাব,
আপনার সম্পাদিত বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট
বিভাগে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে জনসাধারণের উপকারে অবদান রাখার জন্যে অনুরোধ
জানাচ্ছি।
নিবেদক-
মো: মোহায়মিন
ডহরপাড়া, বরিশাল।
প্রাথমিক
বিদ্যালয় চাই
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর একটি জনবহুল ও
অভিজাত এলাকা। এ গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার লোক বাস করে। কিন্তু
দুঃখের বিষয়, এত লোকের আবাসস্থল হওয়া সত্ত্বেও এ গ্রামে কোনো বিদ্যালয় নেই। এ
গ্রামের নিকটবর্তী বিদ্যালয়টি প্রায় দুই মাইল দূরে অবস্থিত চোট ছোট ছেলেমেয়েরদের
পক্ষে এত দূরে গিয়ে লেখাপড়া করা কোনোভাবে সম্ভব নয়। বর্ষাকালে রাস্তাঘাটগুলো
জলমগ্ন হয়ে পড়লে এ অসুবিধা আরও প্রকট আকার ধারণ করে। স্থানীয় জনগণ এ-ব্যাপারে
যথাযথ কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কোন ফল পায় নি।
অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমাদের গ্রামে একটি
প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে অত্র গ্রামের জনসাধারণের ছেলেমেয়েদের সুশিক্ষার পথ
সুগম করতে মর্জি হয়।
নিবেদক-
এলাকাবাসীর পক্ষে-
মো: মোহায়মিন
ডহরপাড়া, বরিশাল।
প্রেরক, মো: মোহায়মিন গ্রাম: ডহরপাড়া, পো: ডহরপাড়া, উপজেলা: উজিরপুর, বরিশাল। |
ডাক টিকিট প্রাপক, সম্পাদক, দৈনিক ইত্তেফাক, ১, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-১২০৩। |