ক্ষীন বন্যলতা এক অতি ক্ষুদ্রকায়
বিশাল বটের তলে ভূমিতে লুটায়।
বট বলে, ছায়াময় বাহু প্রসারিয়া
আশ্রয় দিয়াছি তোমা করুণা করিয়া,
নতুবা তপন-তাপে শুষ্ক হত দেহ
লতা বলে, ফিরে লহ অযাচিত স্নেহ।
তোমার করুণা মম হইয়াছে কাল,
রৌদ্র বিনা হয়ে আছি বিশীর্ণ কঙ্কাল।
সারমর্ম: জগতে অর্থবিত্তের অধিকারী বড়রা সবসময় বিত্তহীন ছোটদের করুণা দেখায়। তারা ভুলে যায় যে, তারা আসলে শোষণ করে অধিকার হরণ করে ছোটদের দমিয়ে রাখে।
নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস
শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস—
বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।
সারমর্ম: জাতীয় জীবনে বর্তমানে নানা
দুর্যোগের ঘনঘটা। চক্রান্তকারী বা অপশক্তির চক্রান্তে দেশ ও সমাজ বিপদগ্রস্ত। দেশ ও
জাতিকে রক্ষা করার জন্যে এখন সবাইকে বলিষ্ঠ ও দৃপ্ত শপথ গ্রহণ করতে হবে।
No comments:
Post a Comment