চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Tuesday, August 25, 2020

পয়েলা বৈশাখ

 পয়েলা বৈশাখ

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।

নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হয় গত, 

আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। 

বন্ধু হও, শত্রু হও, সেখানে যে কেহ রও, ক্ষমা কর আজিকার মতো, 

পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত।


ক. সুদূর অতীতে নববর্ষে সঙ্গে কীসের অবিচ্ছেদ্য যোগসূত্র ছিল?  

খ. ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝ?    

গ. উদ্দীপকের সঙ্গে ‘পয়েলা বৈশাখ’ রচনার সাদৃশ্য নিরূপণ কর।      

ঘ. ‘‘সুখি, সুন্দর জীবন নতুন বছরের কামনা উদ্দীপক ও ‘পয়েলা বৈশাখ’ রচনার মর্মবাণী’’-ব্যাখ্যা কর।


নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।

ইরানে বেশ কয়েকদিন ব্যাপী বর্ষবরণ উৎসব উদ্যাপিত হয়। দেশটির সকল স্তরের মানুষ এতে অংশগহণ করে। নানা রং-বেরঙের সাজে সেজে মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠে। এ সময় রাষ্ট্রীয়ভাবে সব অফিস-আদালত বন্ধ থাকে। সর্বত্র থাকে উৎসবের আমেজ। এ উৎসবকে স্থানীয়ভাবে ‘নওরোজ’ বরে। 


ক. নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে?  

খ. বাংলা নববর্ষের ঐতিহ্যকে সুপ্রাচীন বলা হয়েছে কেন?  

গ. উদ্দীপকের নওরোজের সঙ্গে ‘পয়লা বৈশাখ’ রচনার বাংলা নববর্ষের সাদৃশ্য ব্যাখ্যা কর।   

ঘ. “উদ্দীপক ও ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের মূলভাব একই ধারায় প্রবাহিত।”-যুক্তিসহকারে উক্তিটি বিশ্লেষণ কর। 


নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা। 

পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি 

 ওই কেটে গেল ওরে যাত্রী। 

তোমার পথের ‘পরে তপ্ত রোদ্র এনেছে আহ্বান

রুদ্রের ভৈরব গান। 


ক. ‘স্বাদেশিকতা’ শব্দটির অর্থ কী?     

খ. বাংলা নববর্ষ উদ্যাপন নিয়ে পাকিস্তানি শাসকগোষ্টীর মনোভাব কেমন ছিল?  

গ. উদ্দীপকের কবিতার সঙ্গে ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতার সাদৃশ্য ব্যাখ্যা কর।                        

ঘ. “উদ্দীপকের শেষ দুই চরণ যেন ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের মূলভাবকে ধারণ করে।”-যুক্তিসহকারে উক্তিটি বিশ্লেষণ কর।

No comments: