১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। নিকটে নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট আফিস স্থাপন করিয়াছেন। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে।
ক. রানারের কাঁধে কীসের বোঝা?
খ. রানারের কাছে পৃথিবীটা কালো ধোঁয়ার মত মনে হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের পোস্টমাস্টার এবং ‘রানার’ কবিতার রানারের অমিল তুলে ধর।
ঘ. “উদ্দীপকের পোস্টমাস্টার কোনোভাবেই ‘রানার’ কবিতার রানারের প্রতিনিধিত্ব করে না।”-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
কার জামাটা ময়লা হয়েছে, কে চা খাবে, কখন খালাআম্মাকে ওষুধ খাওয়াতে হবে-প্রায় সব কাজ একা সামলায় দশ বছরের ফুলি। বাড়িরর সকলের প্রতি তার সমান দায়িত্ব। বাইরের কোনো মানুষ দেখে বুঝতেই পারবে না যে সে এ বাড়িরর কাজের মেয়ে। বাড়ির সবাই তাকে অনেক আদর-যত্নে রেখেছে। ফুলির সামান্য সর্দি-জ্বরে সবাই অস্থিও হয়ে ওঠে। ফুলি নিজেকে খুব ভাগ্যবতী মনে করে।
ক. রানারের কাজ কী?
খ. রানার সূর্য ওঠাকে ভয় পায় কেন?
গ. উদ্দীপকের ‘ফুলি’ ও ‘রানার’ কবিতার রানারের সাদৃশ্য কাথায়? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের বাড়ির লোকজন যেন ‘রানার’ কবিতার কবির চেতনারই ধারক।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
আমি যেন সেই বাতিওয়ালা,
সে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামাথ্য,
ডনজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার।
ক. রানার কী পিছনে ফেলে সামনে চলে?
খ.‘জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে’-কথাটি বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকটি ‘রানার’ কবিতার কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে ‘রানার’ কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, সম্পূর্ণ বিষয় নয়।”-উক্তিটির যথার্থতা প্রমান কর।
No comments:
Post a Comment