চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Wednesday, August 26, 2020

আমাদের লোকশিল্প

     “কেউবা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপনখানি
       তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখরটানি”
       পল্লী কবি জসীম উদদীনের চরণদ্বয়ে আমাদের লোকশিল্পের অতীতের  কথা স্মরণ করিয়ে দেয়।

ক. ঢাকার নবাব পরিবার কী দিয়ে শীতল পাটি তৈরি করেছিলেন? 
খ. মসলিন এক সময়ের অনন্য ও অমূল্য সৃষ্টি ছিল-কেন? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের চরণ দুটি ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধের গ্রামীণ কোন লোকশিল্পের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।       
ঘ. “চরণ দুটিতে বর্ণিত শিল্পকর্মটি আমাদের অতীতের স্মরণ করিয়ে দেয়।”-বিশ্লেষণ কর।

আজকাল এগুলোর বিক্রি ভালো। সস্তায় ঘরের দেয়াল সাজানোর জন্য অনেকেই কেনে। একেকটি চিত্রের জন্য কাঠের ওপর খোদাই করা নকশা আছে। তার ওপর কাদার তাল টিপে টিপে পাটা তৈরি করছে ওরা, কাদার তালে ফুটে উঠেছে নকশা। বাঁশের কলম দিয়ে সংশোধন করে পাটাগুলো ভাঁটিতে পোড়ানোর জন্য তৈরি করা হচ্ছে।  

ক. বরিশালের কী কাজ নিপুণতার দাবি রাখে?
খ. খাদি কাপড় কীভাবে তৈরি হয়?
গ. উদ্দীপকটি ‘আমাদের লোক শিল্প’ প্রবন্ধের কোন দিকটির পরিচয় বহন করে? ব্যাখ্যা কর। 
ঘ. “উদ্দীপকের শিল্পকর্মটিই নয়, আমাদের লোকশিল্পের রয়েছে আরও অনেক দিক।”-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।

No comments: