চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, May 21, 2021

তোমার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
 
২০ মে, ২০২১খৃ:
সম্পাদক,
দৈনিক ইত্তেফাক,
১, রামকৃষ্ণ মিশন রোড,
ঢাকা-১২০৩।
 
বিষয়: চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন।
 
জনাব,
আপনার সম্পাদিত বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট বিভাগে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে এলাকাবাসীর উপকারে অবদান রাখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
 
নিবেদক-
মো: রহমান
ডহরপাড়া, বরিশাল।
 
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই
বরিশাল জেলার উজিরপুর থানার অন্তর্গত ডহরপাড়া একটি গ্রাম। এই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছিল। এলাকার বেশির ভাগ লোক শিক্ষিত এবং কৃষি, শিল্প, মৎস্য চাষসহ নানাবিদ পেশায় নিয়োজিত। তাছাড়া অনেক ব্যবসায়ী এ গ্রামে বসবাস করে। অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে ডহরপাড়া অঞ্চলে। ফলে এখানে বিভিন্ন অঞ্চল থেকে আগত নানা ধরনের পেশার মানুষের সমাবেশ ঘটে। আস্তে আস্তে পরিবেশ ঘোলাটে হয়ে ওঠে। জমে ওঠে নেশার আড্ডা। নানা ধরনের অপকৃীর্তি শুরু হয় সমাজে। সন্ধ্যার পর রাস্তায় বের হলেই সন্ত্রাসী, নেশাখোর, চাঁদাবাজ আর ছিনতাইকারীর খপ্পরে পড়তে হয়।মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার পথে বকাটে ছেলেদের দ্বারা উত্যক্ত হয়ে থাকে। এলাকা থেকে থানা সদর অনেক দূরে  হওয়ায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে, ঘর থেকে বের হওয়াই দায় হয়ে পড়েছে। চাঁদাবাজদের ভয়ে ঘরে বসেও মানুষ আজ স্বস্থির নিঃশ্বাস নিতে পারছে না। সারাক্ষণ একটা আতঙ্ক বিরাজ করছে এলাকায়। কখন কী জানি হয়ে যায়। প্রতিনিয়ত পক্ষ-বিপক্ষের মধ্যে মারামারি, ডাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে। অত্র অঞ্চলে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে।
 
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অত্র অঞ্চলের জনগণকে শান্তিতে বসবাস করতে দিন।
 
নিবেদক-
এলাকাবাসীর পক্ষে-
মো: মোহায়মিন
 

 

প্রেরক,
মো: মোহায়মিন
গ্রাম: ডহরপাড়া
পো: ডহরপাড়া
উপজেলা: উজিরপুর
জেলার: বরিশাল-৮২০০।

ঢাক টিকেট


প্রাপক,
সম্পাদক,
দৈনিক ইত্তেফাক,
১, রামকৃষ্ণ মিশন রোড,
ঢাকা-১২০৩।

2 comments:

SALvrHW said...

সত্যি কি হযরত মুহাম্মদ সনাতন ধর্মের কল্কি অবতার?
সম্পূর্ণ তথ্য দেখতে ক্লিক করুনপড়ার জন্য অনুরোধ রইল।।

SALvrHW said...

How to get google adsense approval for blogger within 3 days
Click To Learn ABOUT Google Adsense ApprovedThank you.