দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে তোমার এলাকার দরিদ্র মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
২০ মার্চ, ২০১৮ খৃঃ
সম্পাদক,
দৈনিক ইত্তেফাক,
১, রামকৃষ্ণ মিশন রোড,
ঢাকা-১২০৩।
বিষয়: চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন।
জনাব,
আপনার সম্পাদিত বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট বিভাগে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে এলাকাবাসীর উপকারে অবদান রাখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
নিবেদক-
মো: মোহায়মিন
ডহরপাড়া, বরিশাল।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্প আয়ের। সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলছে তাতে করে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের ঘুম হারাম হতে বসেছে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যে। সীমিত আয়ের মানুষের জীবনযাপন এমনিতে বহুমুখী সমস্যায় বিপর্যস্ত, তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন গৃহকর্তাকে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যহীনতা, কৃত্রিম অভাব সৃষ্টিকারী, মজুতদারী, ফটকাবাজি, মুদ্রাস্ফীতি ইত্যাদি দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। অসাধু ব্যবসায়ীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য পণ্য মজুত করে রাখে। ফলে জনসাধারণের ভোগান্তির সীমা শতগুণ বেড়ে যাচ্ছে। চোরাকারবারি ও অসাধু ব্যবসায়ীরা আজ সারাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে দুর্নীতির রাজত্ব কায়েম করছে। এই ঊর্ধ্বগতি জনজীবনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে। সরকারের সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শীঘ্রই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগামকে টেনে ধরতে হবে। তা না হলে সর্বস্তরের মানুষের মাঝে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে অসন্তোষ দানা বাঁধছে তা যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে। আর সেরকম কিছু হলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া খুব কঠিন হবে। অতএব অর্থনীতিবিদ, আমদানিকারক, ব্যবসায়ী, ভোক্তা সকলের মতামত নিয়ে এখনই দ্রব্যমূল্যের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করছি, এ পত্রটি সরকারের সংশ্লিষ্ট মহলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে এবং সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে।
সুতরাং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
নিবেদক-
এলাকাবাসীর পক্ষের
মো: মোহায়মিন
প্রেরক, মো:মোহায়মিন গ্রা:+পো: ডহড়পাড়া উপজেলা: উজিরপুর জেলা: বরিশাল। | ডাক টিকিট প্রাপক, সম্পাদক, দৈনিক ইত্তেফাক, ১, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-১২০৩। |
No comments:
Post a Comment