# বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখ।
২৪ জানুয়ারি, ২০১৮ খৃ:
প্রধান শিক্ষক,
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়,
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
বিষয়: বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্যে আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রী। আমাদের বিদ্যালয় অত্র অঞ্চলের নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী নিয়মিত অধ্যনরত। কিন্তু দুঃখের বিষয় এই যে, আমাদের বিদ্যালয়ে এখ নপর্যন্ত কোনো ক্যান্টিনের ব্যবষ্থা করা হয় নি। আমাদের ক্লাস সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হয়। তাছাড়া অনেক শিক্ষার্থী বেশ দূর থেকে আসে।তারা বিদ্যালয়ে দীর্ঘসময় অতিবাহিত করে। অথচ ওই সময়ে ক্ষুধার্ত থাকলেও কোনো কিছু কিনে খাওয়ার সুযোগ পায় না। আর বিদ্যালয়ের পাশে, রাস্তার ধারে যেসম দোকান আছে সেগুলোতে যেসব খাবার পাওয়া যায় তা অধিক মূল্যে ক্রয় করতে হয় এবং খাবারগুলো মানসম্মতও নয়। এরকম অবস্থায় আমরা সব শিক্ষার্থী বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের আবেদন করছি।
অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।
নিবেদিক-
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষে
মুমতারিন মালিহা-১০ম-খ-০১
শুপতা ইসলাম-১০ম-খ-০২
No comments:
Post a Comment