অনুচ্ছেদ নিয়ে ছাত্র
এবং শিক্ষক সবার মধ্যে বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তি দূর করতে শিক্ষার্থীদের জন্য
আমার কিছু পরামর্শ।
অনুচ্ছেদ যেভাবে লিখতে
হয় বা অনুচ্ছেদ রচনা লেখার নিয়ম বা পদ্ধতি:
Ø
অনুচ্ছেদ একটি
বিষয়কে কেন্দ্র করে লিখার চেষ্টা করুন।
Ø
বিষয় সম্পর্কে বর্ণনা
বা তথ্য প্রদান করে এমন বাক্য লিখার চেষ্টা করুন।
Ø
অনুচ্ছেদটি
স্পষ্ট ভাষায় লিখার চেষ্টা করুন।
Ø
কঠিন শব্দাবলি
এড়িয়ে চলুন।
Ø
এমন বাক্যগুলি
অন্তর্ভুক্ত করুন যা বোধগম্য করে এবং বিষয়টির সাথে সম্পর্কিত।
Ø
বাক্যগুলি
নির্দিষ্টক্রমে বা সুশৃঙ্খল হওয়া উচিত যেন তা বোধগম্য ভাব প্রকাশ করে।
Ø
একই বাক্যের
যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
Ø
বাক্যগুলির
প্রবাহ সঠিক রাখার চেষ্টা করুন।
Ø
বানান, বিরামচিহ্নগুলো
সঠিকভাবে ব্যবহার করুন।
Ø
অনুচ্ছেদটি
খুব বেশি বড় করা যাবে না।
Ø
অনুচ্ছেদে
একটি মাত্র প্যারা থাকবে।
No comments:
Post a Comment