চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Sunday, July 26, 2020

# তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলার উপর একটি প্রতিবেদন রচনা কর।

১৮ জুন, ২০১৮ খ্রি.
প্রধান শিক্ষক, 
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়,
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

বিষয়: বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলার বিবরণ দিয়ে প্রতিবেদন।
সূত্র: আতাবিকেউবি/২০১৮/১৫২

জনাব,
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলা সম্পর্কিত প্রতিবেদন তৈরির জন্যে আতাবিকেউবি/২০১৮/১৫২ নম্বর স্মারক অনুযায়ী আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদনটি আপনার সমীপে পেশ করলাম।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১. গত ১৮ জুন, ২০১৮ তারিখে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সকাল ১০ টায় এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলৗ এএমএম সাজ্জাদুর রহমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ দিনটি আমার কাছে একটি আনন্দ ও গৌরবের দিন। দিনটি আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। 

২. বিজ্ঞান মেলার শোভাবর্ধনের জন্য স্কুল মাঠটি নান রকম সাজে সজ্জিত করা হয়েছিল। স্কুলের প্রবেশ দ্বারটি নানা রকম ফুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো হয়। সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঐ অনুষ্ঠান চলছিল। 

৩. শরীর চর্চা শিক্ষকের নের্তৃত্বে স্কাউট দল মেলার সার্বিক দায়িত্ব পালন করে। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী উদ্বোধনের পর বিভিন্ন স্কুলের প্রতিযোগীগণ তাদের তৈরি প্রদর্শনী বস্তু নিয়ে নিজ নিজ স্টলে বসে পড়ে। আমাদের স্কুলও উক্ত মেলায় অংশগ্রহণ করেছিল। স্টলের সংখ্যা ছিল ১৫ টি। 

৪. আগত অতিথিরা, শিক্ষার্থীরা এবং দর্শকবৃন্দ অত্যন্ত আগ্রহের সাথে প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন। বিজ্ঞানের কৃতিত্ব দেখে আনন্দ লাভ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলৗ এএমএম সাজ্জাদুর রহমান। তিনি সবগুলো স্টল ঘুরে দেখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন। আমাদের উদ্ভাবনী শক্তি দেখে সবাই বেশ প্রশংসা করেন। বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেন প্রধান অতিথিসহ অনেকে।

৫. দশম শ্রেণির একটি দল সরু তারদিয়ে টিলিফোন বানিয়েছিলাম এবং ইঁদুর মারার কল বানিয়েছিলাম। দুটো প্রদর্শনী সবার কাছে সমাদৃত হয়েছিল। আর ষষ্ঠ শ্রেণির একটি দল দেখায় পরিত্যক্ত কলম ও বাল্ব দ্বারা পেপারওয়েট বানানো যায়।

৬. মেলা বিকাল চারটা পর্যন্ত চলে। প্রতিটি শ্রেণির একটি দলকে মেলা শেষে ৫০০০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেন মামনীয় প্রধান অতিথি। সভাপতি মেলার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখার মতো ছিল। অনেক শিক্ষার্থী এ ধরণের কাজে আগ্রহ দেখিয়েছে। অঅএব, বিজ্ঞান মেলার আয়োজন সার্থক হয়েছে এক কথায় বলা যায়।

প্রতিবেদক-
মুমতারিন মালিহা
উজরিপুর, বরশিাল।

No comments: