চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, July 24, 2020

# সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার উপায় সম্পর্কে পরামর্শ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।

২০ মার্চ, ২০১১খৃঃ
সম্পাদক,
দৈনিক ইত্তেফাক,
১, রামকৃষ্ণ মিশন রোড,
ঢাকা-১২০৩।

বিষয়: চিঠিপত্র কলামে নিচের সংবাদটি প্রকাশের আবেদন।

জনাব,
আপনার সম্পাদিত বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার সংশ্লিষ্ট বিভাগে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে এলাকাবাসীর উপকারে অবদান রাখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

নিবেদক-
মো: মোহায়মিন
ডহরপাড়া, বরিশাল।

চাই সন্ত্রাসমুক্ত বাংলাদেশ
বাংলদেশ নামের আমাদের দেশটি দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে স্বাধীন হয়েছে প্রায় ৩৫ বছর আগে। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায় কোনো দেশ স্বাধীনতা লাভ করার পর সে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি আসে। কিন্তু বাংলাদেশে এর কোনোটারই মুক্তি আসে নি। বরং অসাধুদের দৌড়াত্ম্য বেড়ে গেছে। সন্ত্রাসের করাল থাবায় মানবতা বিপন্ন হচ্ছে। রাজনৈতিক সন্ত্রাস, অর্থনৈতিক সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাস আজ সমাজকে রন্ধ্রে রন্ধ্রে ঘুনপোকার মতো অন্তঃসারশূন্য করে তুলেছে। এর থেকে মুক্তির একমাত্র পথ সন্ত্রাস দমনের মাধ্যমে সন্ত্রাসমুক্ত বাংলদেশ গড়া।

সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার উপায় সম্পর্কে কিছু পরামর্শ নিম্নে লিপিবদ্ধ করা হল-
১. সন্ত্রাসের ধরন ও সন্ত্রাসী চিহ্নিত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
২. সন্ত্রাসী তৈরিতে মুখোশের আড়ালে যারা কাজ করে তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
৩. বেকার সমস্যা সন্ত্রাসের একটি অন্যতম কারণ। সুতারং বেকার সমস্যার দ্রুত সমাধান করা।
৪. সাংস্কৃতিক সন্ত্রাসের মাধ্যমে মানুষের, বিশেষ করে যুবশ্রেণীর নৈতিক অবক্ষয় হচ্ছে। দ্রুত সাংস্কৃতিক সন্ত্রাস বন্ধ করার
   জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
৫. শিক্ষাকে বিজ্ঞানভিত্তিক ও কর্মমুখী করা এবং প্রয়োজনমতো কর্মস্থল সৃষ্টি করা।
৬. কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব রোধ করা।

 আমি মনে করি উপরিউক্ত পরামর্শগুলো গ্রহণ করা হলে সমাজ ও জাতি সন্ত্রাসের কড়াল থাবা থেকে মুক্তি পাবে। গড়ে 
 ওঠবে সোনার বাংলা

নিবেদক-
মো: মোহায়মিন
৩৮/২, বাংলাবাজার, ঢাকা-১২০০।


প্রেরক, 
মুমতারিন মালিহা 
গ্রাম + পো: ডহরপাড়া 
উপজেলা: উজিরপুর 
জেলা: বরিশাল।
                        ডাক টকিটি
প্রাপক, 
সম্পাদক 
দৈনিক ইত্তেফাক, 
১, রামকৃষ্ণ মিশন রোড, 
ঢাকা-১২০৫।

No comments: