চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, September 25, 2020

 বাংলাদেশের ৬৪ জেলার কোড নম্বর নিন্মে দেওয়া হল।

জেলা কোড

পঞ্চগড়- ০১, ঠাকুরগাঁও- ০২, দিনাজপুর- ০৩, নীলফামারী- ০৪, লালমনিরহাট- ০৫, রংপুর- ০৬, কুড়িগ্রাম- ০৭, গাইবান্ধা- ০৮, জয়পুরহাট- ০৯, বগুড়া- ১০, নওগাঁ- ১১, নাটোর- ১২, নবাবগঞ্জ- ১৩, রাজশাহী- ১৪, সিরাজগঞ্জ- ১৫, পাবনা- ১৬, কুষ্টিয়া- ১৭, মেহেরপুর- ১৮, চুয়াডাঙ্গা- ১৯, ঝিনাইদহ- ২০, মাগুরা- ২১, নড়াইল- ২২, যশোর- ২৩, সাতক্ষীরা- ২৪, খুলনা- ২৫, বাগেরহাট- ২৬, পিরোজপুর- ২৭, ঝালকাঠি- ২৮, বরিশাল- ২৯, ভোলা ৩০, পটুয়াখালী- ৩১, বরগুনা- ৩২, নেত্রকোনা- ৩৩, ময়মনসিংহ- ৩৪, শেরপুর- ৩৫, জামালপুর- ৩৬, টাঙ্গাইল- ৩৭, কিশোরগঞ্জ- ৩৮, মানিকগঞ্জ- ৩৯, ঢাকা- ৪০, গাজীপুর- ৪১, নরসিংদী- ৪২, নারায়ণগঞ্জ- ৪৩, মুন্সীগঞ্জ- ৪৪, ফরিদপুর- ৪৫, রাজবাড়ী- ৪৬, গোপালগঞ্জ- ৪৭, মাদারীপুর- ৪৮, শরীয়তপুর- ৪৯, সুনামগঞ্জ- ৫০, সিলেট- ৫১, মৌলভীবাজার- ৫২, হবিগঞ্জ- ৫৩, ব্রাহ্মণবাড়িয়া- ৫৪, কুমিল্লা- ৫৫, চাঁদপুর- ৫৬, লক্ষ্মীপুর- ৫৭, নোয়াখালী- ৫৮, ফেনী- ৫৯, চট্টগ্রাম- ৬০, কক্সবাজার- ৬১, খাগড়াছড়ি- ৬২, রাঙামাটি- ৬৩, বান্দরবান- ৬৪।

No comments: