চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Sunday, September 20, 2020

কার্তিক মাঠের চাঁদ (মাঠের গল্প)

- জীবনানন্দ দাশ---ধূসর পান্ডুলিপি


জেগে ওঠে হৃদয়ে আবেগ,-

পাহাড়ের মতো ওই মেঘ

সঙ্গে লয়ে আসে

মাঝরাতে কিংবা শেষরাতের আকাশে

যখন তোমারে!-

মৃত সে পৃথিবী এক আজ রাতে ছেড়ে দিল যারে!

ছেঁড়া- ছেঁড়া শাদা মেঘ ভয় পেয়ে গেছে সব চলে

তরাসে ছেলের মতো,- আকাশে নক্ষত্র গেছে জ্বলে 

অনেক সময়,-

তারপর তুমি এলে, মাঠের শিয়রে,-চাঁদ;-

পৃথিবীতে আজ আর যা হবার নয়,

একদিন হয়েছে যা,- তারপর হাতছাড়া হয়ে

হারায়ে ফুরায়ে গেছে,- আজো তুমি তার স্বাদ লয়ে

আর একবার তবু দাঁড়ায়েছে এসে!

নিড়নো হয়েছে মাঠ পৃথিবীর চারদিকে,

শস্যের ক্ষেত চষে- চষে 

গেছে চাষা চলে;

তাদের মাটির গল্প- তাদের মাঠের গল্প সব শেষ হলে

অনেক তবুও থাকে বাকি,-

তুমি জান এ- পৃথিবী আজ জানে তা কি!

No comments: