চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Sunday, September 20, 2020

সময়-সেতু-পথে

- জীবনানন্দ দাশ---বেলা অবেলা কালবেলা


ভোরের বেলার মাঠ প্রান্তর নীলকন্ঠ পাখি

দুপুরবেলার আকাশে নীল পাহাড় নীলিমা,

সারাটি দিন মীনরৌদ্রমুখর জলের স্বর,-

অনবসিত বাহির-ঘরের ঘরণীর এই সীমা।


তবুও রৌদ্র সাগরে নিভে গেল;


লে গেলঃ অনেক মানুষ মরে গেছে; অনেক নারীরা কি

তাদের সাথে হারিয়ে গেছে?-বলতে গেলাম আমি;

উঁচু গাছের ধূসর হাড়ে চাঁদ না কি সে পাখি

বাতাস আকাশ নক্ষত্র নীড় খুঁজে

সে আছে এই প্রকৃতির পলকে নিবিড় হয়ে;

পুরুষনারী হারিয়ে গেছে শস্প নদীর অমনোনিবেশে,

অমেয় সুসময়ের মতো রয়েছে হৃদয়ে।

 


No comments: