চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Saturday, September 26, 2020

 বাংলাদেশের ছোট-বড় নদীর নাম 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" বাংলাদেশের নদীগুলোকে সংখ্যাবদ্ধ করেছে এবং প্রতিটি নদীর একটি পরিচিতি নম্বর দিয়েছে। এর ফলে তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশে নদীর সংখ্যা এখন ৪০৫টি। পাউবো কর্তৃক নির্ধারিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী (১০২টি), উত্তর-পশ্চিমাঞ্চলের নদী (১১৫টি), উত্তর-পূর্বাঞ্চলের নদী (৮৭টি), উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী (৬১টি), পূর্ব-পাহাড়ি অঞ্চলের নদী (১৬টি) এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী (২৪টি) হিসেবে বিভাজন করে তালিকাভুক্ত করা হয়েছে।

অন্যান্য নদী

উপরে উল্লেখিত আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবাহিত ৪০৫টি নদী ছাড়াও আরও প্রায় চার শতাধিক নদী রয়েছে। সেসবের কিছু নদীর নাম নিচে দেয়া হলো।

  • আউলিয়াখানা নদী
  • আমনদামন নদী
  • আস্তাইল নদী
  • কম্পো নদী
  • কাওরাইদ নদী
  • কাজীপুর নদী
  • কালিন্দী নদী
  • কাঁচমতি নদী
  • খাড়িয়া নদী
  • গন্দর নদী
  • গুমানি নদী
  • খোয়াথল্যাংতুইপুই নদী
  • চিলাই নদী (সুনামগঞ্জ)
  • চোরখাই নদী
  • জলঢাকা নদী
  • তেতুলিয়া নদী
  • তৈনগাঙ
  • থেগা নদী
  • নাগেশ্বরী নদী
  • ধানখালী নদী
  • ধানসিঁড়ি নদী
  • নীলগঞ্জ নদী
  • পঞ্চবেণী
  • প্রাণসায়র নদী
  • ফটিকছড়ি নদী
  • বরাক নদী
  • বান্দসা নদী
  • বুড়ো গৌরাঙ্গ নদী
  • ময়ুর নদী
  • রহমত খালি নদী
  • রায়ডাক নদী
  • লঙ্গাই নদী
  • শুক নদী
  • সোয়াই নদী
  • হরবাংছড়া নদী
  • হরিণঘাটা নদী
  • হাড়িয়াভাঙা নদী
  • হেরাচামতি নদী

No comments: