তোমার বিদ্যালয়ের লাইব্রেরি জরিপ করে প্রধান শিক্ষক বরাবরএকটি প্রতিবেদন লেখ।
১৯ জুন, ২০১৮ খ্রি.
প্রধান শিক্ষক,
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ
বিদ্যালয়,
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
বিষয়: আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র
উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি সম্পর্কিত প্রতিবেদন।
সূত্র: আতাবিকেউবি/২০১৮/১৬০
জনাব,
আতাবিকেউবি/২০১৮/১৬০ নম্বর স্মারক অনুযায়ী আদিষ্ট হয়ে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি সরেজমিনে জরিপ করে সুপারিশমালাসহ একটি প্রতিবেদন আপনার সমীপে পেশ করলাম।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি সংক্রান্ত প্রয়োজন
বিবরণ:
১. আজ থেকে প্রায় ৫০ বছর আগে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের বছর চেতনা নামে লাইওব্ররি গড়ে তোলা হয়।
২. লাইব্রেরিটি গড়ে তোলার পর একবার সংস্কার করা হয়েছিল। তারপর এত বছরেও আর এদিকে নজর দেয়া হয় নি।
৩. লাইব্রেরির আসবাবপত্রের অবস্থা
খুবই করুণ। কয়েকটি বইয়ের তাক নষ্ট হয়ে গেছে কয়েকটি চেয়ারের হাতল ভেঙ্গে গেছে। শিক্ষার্থীদের
বসার জন্য বেঞ্চ কয়েক বছর ধরে অকেজো হয়ে রয়েছে।
৪. লাইব্রেরিতে বইয়ের সংখ্যা শিক্ষার্থী
অনুপাতে খুবই কম। গত পাঁচ ধরে নতুন বই কেনা হয় নি। অনেক বই নষ্ট হয়ে গেছে। বিদ্যালয়ের
আর্থিক দুরাবস্থাই এর জন্য দায়ী।
৫. লাইব্রেরিটি পরিচালনায় অব্যবস্থাপনাও
রয়েছে। অনেক শিক্ষক শিক্ষার্থী বহুদিন আগে বই নিয়ে তা ফেরত দেয় নি। ফলে তালিকা অনুযায়ী
বই মিলানো যাচ্ছে না। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা দুই হাজার তিনশটি, যা শিক্ষার্থীদের
প্রয়োজনের তুলনায় অনেক কম।
৬. লাইব্রেরিতে বই সাজানো ও সংরক্ষণ
পদ্ধতি আধুনিক নিয়ম অনুযায়ী করা হয় নি।
সুপারিশ:
১. জরুরিভিত্তিতে লাইব্রেরির যাবতীয়
আসবাবপত্রসহ নতুন বই কিনতে হবে।
২. ছাত্র ও শিক্ষকের প্রয়োজন মেটাতে
বিষয় অনুসারে প্রায় দুই লাখ টাকার বই কিনতে হবে।
৩. লাইব্রেরির জন্য একজন অভিজ্ঞ লাইব্রেরিয়ান
নিয়োগ দেওয়া দরকার।
৪. সরকারি ও সেরকারি অনুদানের বই সংগ্রহ
করতে হবে।
৫. বই লেনদেনে কঠোর হতে হবে।
৬. লাইব্রেরিতে বই সাজানো ও সংরক্ষণ পদ্ধতি আধুনিক
নিয়ম অনুযায়ী করতে হবে।
৭. লাইব্রেরি কার্ড ছাড়া বই লেনদেন
করা যাবে না।
পরিশেষে বলা যায়, লাইব্রেরি কক্ষটি
ছোট এবং সংস্কার প্রয়োজন। উপর্যুক্ত সুপারিশমালা অনুসারে অগ্রসর হলে, আশা করি লাইব্রেরিটি
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবস্থান রাখতে পারবে।
প্রতিবেদক-
মুমতারিন মালিহা
শ্রেণি: দশম
রোল: ০১
No comments:
Post a Comment