চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Monday, July 20, 2020

সৃজনশীল প্রশ্ন

তৈলচিত্রের ভূত

# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কাবুল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কাবুলের মায়ের ধারণা তাঁর ছেলেকে ভূতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তাই তিনি সাধু বাবার কাছে নিয়ে যান। সাধু বাবা ঝাড়ফুঁক ও তাবিজকবচ দিয়ে বিদায় দেন। কাবুলের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যেতে থাকে। এ অবস্থা দেখে কাবুলের চাচা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারের চিকিৎসায় কাবুল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

ক. নগেনের ঘুম আসছিল না কেন?
খ. নগেন নিজেকে পাগল মনে করার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কাবুলের মায়ের ধারণায় ‘তৈলচিত্রের ভূত’ গল্পের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা কর। 
ঘ. “উদ্দীপকের কাবুলের চাচা ও ‘তৈলচিত্রের ভূত’ গল্পের পরাশর ডাক্তার উভয়ই আধুনিক মানসিকতার অধিকারী।” –উত্তরের স্বপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো। 
      
# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মাহিনের পরীক্ষা কিন্তু মাহিন রাতের বেলায় একা পড়ার ঘরে থাকতে চায় না। রাতে যখন সে পড়তে বসে, তখন সে বুঝতে পারে কিছু একটা দ্রুত দেয়ালের পাশে লুকিয়ে যাচ্ছে। রাত হলেই তার ভয়টা বেড়ে যায়। তার মা বিষয়টি বুঝতে পেরে মাহিনকে নিয়ে রাতে পড়ার ঘরে যায় এবং সেখান থেকে একটি টিকটিকি উদ্ধার করে।  

ক. পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিল?
খ. নগেনের মন মামার প্রতি শ্রদ্ধা-ভক্তিতে ভরে উঠল কেন?
গ. উদ্দীপকের মাহিনের সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্য ব্যাখ্যা কর। 
ঘ. “উদ্দীপকটি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মূলভাব প্রকাশ করেছে।”- বিশ্লেষণ কর।

# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সাবু শহরে চাচার বাসায় থাকে। একদিন রাতে সাবু ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ কীসের আওয়াজে জেগে উঠল। দেখল সবকিছু কাঁপছে। সে ভাবল বাসা ভূতে নাড়াচ্ছে। সে খুব ভয় পেল। পরদিন ভূতের কথা চাচার কাছে বলতে চাচা হাসল আর ভূমিকম্পের কথা বুঝিয়ে বলাতে সে বুঝতে পারল।                                                                                                                                                            
ক. নগেনের মামার গায়ে কীসের পাঞ্জাবী ছিল?
খ. নগেনের মামা কেমন মানুষ ছিলেন? ব্যাখ্যা কর। 
গ. উদ্দীপকের সাবু আর ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা কর।    
ঘ. সাবুর চাচার ও ‘তৈলচিত্রের ভূত’ গল্পের পরাশর ডাক্তারের বিজ্ঞানভিত্তিক যৌক্তিকতা গল্পের ভূত-বিশ্বাস দূর করেছে-বিশ্লেষণ কর।                                    

No comments: