চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Wednesday, July 8, 2020

রূপাই

১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
কৃষিভিত্তিক বাংলাদেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। তারা আক্লান্ত পরিশ্রম দ্বারা শস্য উৎপাদন করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছেন। এমন সেবাধর্মী কাজের জন্য আমরা কৃষকদের প্রতি কৃতজ্ঞ।

ক. চাষির ছেলের ‘গা-খানি দেখতে কেমন?
খ. ‘জারির গানে তাহার গলা ওঠে সবার আগে’-বর্ণনা কর।
গ. কৃষকদের প্রতি উদ্দীপকে প্রকাশিত দৃষ্টিভঙ্গির সঙ্গে ‘রূপাই’ কবিতার দৃষ্টিভঙ্গির তুলনা কর।
ঘ. ‘কৃষকদের প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি থাকা উচিৎ।’- উদ্দীপক ও ‘রূপাই’ কবিতার আলোকে মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
হরিপদ কাপালী স্বশিক্ষিত কৃষক। তিনি নতুন জাতের একটি ধান উদ্ভাবন করেন। এই জাতের ধানে অধিক ফসল উৎপাদন হয়। প্রথমে আশেপাশের গ্রামের লোকেরা এই ধান উৎপাদনে এগিয়ে আসে। এ ধানের সুনাম শুনে পার্শ্ববর্তী জেলার কৃষকরাও উৎপাদনে এগিয়ে আসে। দেশের সর্বত্র ছড়িয়ে যায় হরি ধান। হরিপদ কাপালী কৃষকদের গর্ব।

ক. কবি মরণকে কোন রঙের সাথে তুলনা করেছেন?
খ. ‘কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি’-বর্ণনা কর।
গ. উদ্দীপকের হরিপদ কাপালীর সঙ্গে ‘রূপাই’ কবিতার রূপাইয়ের সাদৃশ্য নির্ণয় কর।
ঘ. ‘উদ্দীপকের সাদৃশ্যই ‘রূপাই’ কবিতার একমাত্র বিষয় নয়’-মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ কর।

৩। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
উইকিপিডিয়া
ক. রূপাইয়ের কচি মুখের মায়াকে কীসের সাথে তুলনা করেছেন?
খ. কালোয় যে-জন আলো বানায়, ভুলায় সবার মন-বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? গ.
গ. উদ্দীপকটি ‘রূপাই’ কবিতার  সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ.  ‘উদ্দীপক ও ‘রূপাই’ কবিতা একই সূত্রে গাঁথা-মূল্যায়ন কর।  

No comments: