চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, June 26, 2020


 মানবধর্ম

 ১। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দা।
     শুনহ মানুষ ভাই
     সবার উপরে মানুষ সত্য 
     তাহার উপরে নাই।

ক. লালন শাহ্ কী ধরনের কবি?
খ. কবি মানুষকে জাত-ধর্ম নিয়ে বাড়া বাড়ি করতে নিষেধ করেছেন?
গ. উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে ফুটে ওঠা দিকটিতে ‘মানবধর্ম’ কবিতার সম্পূর্ণ বিষয় প্রকাশ পায় নি।”-বিশ্লেষণ কর।

২।  নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দা।                                                                                         

মুসলিম

খ্রিস্টান
মানবধর্ম
হিন্দু

বৌদ্ধ

ক. জগৎজুড়ে লোকে কী নিয়ে গৌরব করে?    
খ. মানবধর্ম বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। 
গ. উদ্দীপকটি ‘মানবধর্ম’ কবিতার ‘মানবধর্ম’ কবিতার সাথে কীভাবে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।  
ঘ. “উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার মূলভাব সম্পূর্ণরূপে ফুটে উঠেছে।” - মূল্যায়ন কর।  

৩। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দা।
   দৃশ্যকল্প-১: গাহি সাম্যের গান-যেখানে আসিয়া এক হয়ে গেছে, সব কাধা-ব্যবধান
                 যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিশ্চান।
   দৃশ্যকল্প-২: নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়
                 সেই আশরাফ জীবন যার পূর্ণ কর্মময়।

ক. লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
খ. ‘যাওয়া কিংবা আসার বেলায়’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. দৃশ্যকল্প-১ এর ভাবার্থ ‘মানবধর্ম’ কবিতার সাথে কীভাবে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর বিষয়বস্তু যেন কবির প্রত্যাশাকে পূরণ করেছে-বিশ্লেষণ কর।

1 comment:

Unknown said...

Ans plz