ভাব ও কাজ
১। পলান সরকার মানুষকে বিনামূল্যে বই বিতরন করেন। যাতে সবাই বই পড়তে উৎসাহিত হয়। তাঁর কাছে জানতে চাইলে তিনি জানালেন-কাজটি তিনি আত্মার টানে করেন।তিনি কাজের ক্ষেত্রে আত্মার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরেছেন।
ক. মানুষকে মাতিয়ে তোলা যায় কী দিয়ে?
খ. মানুষকে কোমল জায়গায় ছোঁয়া দেওয়া আবশ্যক কেন?
গ. উদ্দীপকের পলান সরকার ‘ভাব ও কাজ’ প্রবন্ধের কোন ভাবাবেগে তাড়িত? ব্যাখ্যা কর?
ঘ. ‘পলান সরকারের তাড়নাই কার্যসিদ্ধির পূর্বশর্ত’ ‘ভাব ও কাজ’ প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
২। ভাবহীন কাজ আর সৌরভবিহীন পুষ্প একই। ভাবকে কাজে পরিণত করতে না পারলে সেই ভাবনা ব্যর্থ হয়। যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন, তাকে নিঃস্বার্থ ত্যাগী হতে হবে।
ক. ‘ভাব ও কাজ’ কোন ধরনের রচনা?
খ. সোনার কাঠি বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটি ‘ভাব ও কাজ’ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়াবলি ‘ভাব ও কাজ’ প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারন করে কি মূল্যায়ন কর।
৩। মানুষ বড় হয় তার কর্মের মাধ্যমে। সঠিক কর্মের মাধ্যমে মানুষ কাঙ্খিত সাফল্য লাভ করতে পারে। কর্ম ও নিজস্ব চিন্তা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তাই চিন্তা যদি পরিচ্ছন্ন না হয় তবে মানুষকে ভাবের সাগরে হাবুডুবু খেতে হয়, যা তাকে প্রকৃত মানুষ হওয়া থেকে বিরত রাখে।
ক. কুম্ভকর্ণ কে?
খ. সত্যের সাধনা বলতে লেখক কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকে ‘ভাব ও কাজ’ প্রবন্ধের কোন দিকটি বর্ণিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘চিন্তা যদি পরিচ্ছন্ন না হয় তবে মানুষকে ভাবের সাগরে হাবুডুবু খেতে হয়।’-মন্তব্যটি ‘ভাব ও কাজ’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
1 comment:
আমার উত্তর লাগবে
Post a Comment