চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, June 26, 2020

কত স্মৃতি

-মো: সবুজ হাওলাদার
১৫ ফেব্রুয়ারি, ২০০১
ডহরপাড়া, বরিশাল।

ছোট বেলার যত কথা
মনে পড়ে আধা আধা
বাঁশ বাগানে ঘিরে থাকা
মোদের ছোট্ট কুঁড়ে ঘরে
কত হাসি আনন্দ বেদনা
আর মিলে মিশে থাকা।

কত গান কত স্মৃতি 
মনের মধ্যে ধরে রাখি।
পুকুর পাড় আম বাগান
কত ফুল স্মৃতি মাখান।

পুবের হাওয়া বইত যখন
শাখায় শাখায় ফুটত তখন
কদম ফুলের বাহারি রূপ
ছড়িয়ে দিত কত অপরূপ।
প্রকৃতি তোমার রূপের বাহার চারদিকে
মনের মাঝে উঠে ডেকে
কত স্মৃতি সুখে-দুঃখে
গাছের ডালে পাখি ডাকে
দূর আকাশের মুক্তি পানে।
মুক্তি মনের না আসিলে 
মানবেরে ভালো না বাসিলে
মানবের পাশে না থাকিলে 
কেমন করে পাবিরে মন মিলতে 
পরমাত্মার সনে মহা মিলনে।

গাছে ঘেরা পাঠশালা, বটতলা
কবে জানি কোন শুভক্ষণে
ভর্তি হলাম পাঠশালা কাননে।
মনে নেই কার সনে; 
কবে কোন লগনে
জানতে গিয়েছিলাম অনেক অজানাকে
জেনেছি কত মনে আছে যত; 
আলো অন্ধকারের বিচিত্র খেলা 
রহস্য ঘেরা মন-দোলা আমার পৃথ্বী 
আছে জানা অজানা যত কীর্তি। 

পাঠশালা সে তো পাঠশালা নয় 
যেন গাছে ঘেরা ঘর 
নেই নেই আছে শুধু
গাছের ঘর আর কত মধু
ছায়া ঘেরা শ্যামল পাড়া
পাঠশালা মোরা গাছে মোড়া
আম জাম চালতা আর বেত ফল
খেতাম শুধু যা পেতাম।
ছেলের দল ছোট ছোট
বাগান বাড়ি  ঘুরে বেড়াতাম
যখন যা খেতে পেতাম।
খেতাম আর মনে হত মধু আর মধু।
বাগানের ফল আমড়া আর আম
কাউকে-ই কখনো না চিনিতাম।
ছোট ছিলাম হয়তো তাই
কেউ কোনো দিন কটু; কথা বলে নাই
সালাম জানাই তোমায় কাকী
পেয়ারা নিতাম দিয়ে ফাকি।
কখনো জানি দাওনি গালি
আম পেরেছি ঢিলটি মারি।

আমার গুরু মহামতি আফসার; 
দিত কত ভুল-ভ্রান্তি মাপ ছাড়।
বলতে যখন পড় বই, 
মানুষ হতে হবে তাই। 
অনেক বড় হবে জানি
তাই সেদিন তোমার কথা শুনি 
পড়েছি কত আলোয় ভরা বই জানি 
চলেছি জীবনের জয়গানে; 
নতুন খবরেরিআহ্বানে 
বড় হয়েছি, মানুষ হব বলে
সবার মাঝে আলো দেব মেলে।
মনে আশা কত ভালোবাসা
সবারে রাখিব সুখে এই সত্য মেনে
আলোর মশাল ছড়িয়ে দিতে 
তোমার শিক্ষা নিয়েছি আপন মনে। 
হয়ত পেরেছি বা পারিনি 
তবু আশা কখনো ছাড়িনি।
জ্বালিয়ে রেখেছি মনের আলো 
মানব যত বাসব ভালো 
মানব মাঝে থাকি যেন বাঁচি 
যত দিন এই পৃথিবীতে আছি। 
এই নিয়ে সুখে বেঁচে থাকা খাসা
কত স্মৃতি আর কত আশা।

No comments: