পল্লীসাহিত্য
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
i. বিশ হাত করি ফাঁক,
আম কাঁঠাল পুঁতে রাখ।
ii. গাছগাছালি ঘন রোবে না,
গাছ হবে তার ফল হবে না।
ক. মনসুর বয়াতি কে?
খ. প্রবাদ-প্রবচন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটিতে ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের কোন দিকটির ইঙ্গিত রয়েছে?
ঘ. “উদ্দীপকে ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধে প্রকাশিত পল্লীসাহিত্যের বিপুল সম্পদের একটি মাত্র বিষয় তুলে ধরেছে।”-বিশ্লেষণ কর।
২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
র) আরশিতে মুখ দেখা
রর) এক গাছের ছাল
অন্য গাছে লাগে না।
ররর) এক পয়সা নেই থলিতে
লাফিয়ে বেড়ায় গলিতে।
ক. প্রতœতাত্তি¡ক অর্থ কী?
খ. বাংলা সাহিত্যের নামে যে সাহিত্য চলছে তা কেমন সাহিত্য?
গ. উদ্দীপকের সঙ্গে ‘পল্লীসাহিত্য প্রবন্ধের কোন দিকটির সাদৃশ্য রয়েছে?
ঘ. “উদ্দীপকটি ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না।”-বিশ্লেষণ কর।
৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
করিম সাহেব আধুনিক শিক্ষায় শিক্ষিত। তিনি ও তার পরিবারের সদস্যরা উংরেজি, হিন্দি গান ও সিনেমার প্রতি আকৃষ্ট। তার ধারণা পাশ্চাত্য সাহিত্য-সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে বেশি দূর আগানো যাবে না। অন্যদিকে তার বন্ধু সালাম সাহেব উচ্চ শিক্ষিত হওয়া সত্তে¡ও দেশের ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয়ে লালন করেন। পল্লিগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি তাঁর প্রিয় গান। ব্যক্তিগত লাইব্রেরিতে মৈয়মনসিংহ গীতিকা, পুঁথি ও রূপকথার গল্পসহ বাংলা ভাষায় বিভিন্ন বই সংগ্রহ করেছেন।
ক. প্রবাদ বাক্য কাকে বলে?
খ. পল্লিসাহিত্যের সংক্ষরণ করা প্রয়োজন কেন?
গ. উদ্দীপকের করিম সাহেবের মানসিকতায় ‘পল্লীসাহিত্য’ কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “সালাম সাহেবের মনোভাব যেন ‘পল্লীসাহিত্য’ প্রবন্ধের লেখকের চাওয়ারই প্রতিফলন।”-উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
No comments:
Post a Comment