সুখী মানুষ
১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
অংশ-১: ‘ভাঙা কুঁড়েঘর, ছেঁড়া কাঁথা
তবুও এখানে আমার শান্তি গাঁথা।
অংশ-২: ‘যার নেই-তারে যদি দাও
পাবে দ্বিগুণ ফিরে
নিজের শুধু ভাব যদি দুঃখ থাকবে ঘিরে।
ক. কবিরাজ কোন কঠিন কাজটি করতে বলেছিলেন?
খ. ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না’-কথাটি বুঝিয়ে বল।
গ. উদ্দীপকের অংশ-১ এ ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে অংশ-২ এ ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের জন্য কতটা শিক্ষণীয় তা মূল্যায়ন কর।
২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
স্তবক-১: আমি গেন জগতে হারিয়ে যেতে চাই,
স্তবক-১: আমি গেন জগতে হারিয়ে যেতে চাই,
যেথায় গভীর নিশুতে রাতে
জীর্ণ বেড়ার ঘরে
নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই।
স্তবক-২: স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে,
সে কখনো শেখেনি বাঁচিতে।
ক. নাড়ী পরীক্ষা কী?
খ. ‘একটা কঠিন কাজ করতে হবে’-বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকের স্তবক-১ এর ভাবনায় ‘সুখী মানুষ’ নাটিকার যে চরিত্রের মনোভাবের মিল রয়েছে তার বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকের স্তবক-২ এ মনোভাবে ‘সুখী মানুষ’ নাটিকার মোড়লের চরিত্রের প্রতিফলন ঘটেছে”-মন্তব্যটি মূল্যায়ন কর।
No comments:
Post a Comment