চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Friday, June 26, 2020

জীবন

-মো: সবুজ হাওলাদার
২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২০


জীবন মানে ভাবতে জানা
জীবন মানে কাঁদতে জানা।
মানুষের সুখে-দঃখে, মিলে মিশে থাকা।
নিজের আলোয় আলোকিত কর জগৎ তোমার
ভালো হবে জানি বিশ্ব মাঝার।
তাতেই সুখ, আনন্দ অপার
ভবানন্দে আছে আলো আর কত কালো
তা লয়ে থাকতে হবে ভালো।

ভাই বন্ধু বল কে কার?
কর্ম না থাকিলে সব কিছু পার।
তোমার যা আছে ভালো তা দাও বিলিয়ে বিশ্ব মাঝে
তোমার স্মৃতি রবে জানা
থাকবে না তাতে কোনো মানা।
জীবন মানে হার না মানা।
হার জিতে কিছু নাহি যায় আসে না;
তবুও আমাদের করতে মানা 
যা মিথ্যা জানা অজানা।

জীবন মানে হাসতে জানা।
পরের সুখে কাঁদতে মানা।
সবার দুঃখে হাত বাড়িয়ে
যাও সবার আগে এগিয়ে
দেখবে মানুষ আসছে কত
তোমার সুখে, দুঃখে যত।
মানবের তরে মানবের জন্ম
এ সত্য মানবে তোমার মর্ম
তোমার কর্মে শান্তি আসুক 
ভব মাঝে মানুষ বাঁচুক।
জীবনের জয়গানে বদলে দিব সমাজটাকে
কাঁদবে না কেউ আমার পাশে 
সবার জীবব উঠবে হেসে।

জীবন জানি একটি মাত্র
করতে হবে কর্ম নিত্য
আমার কর্ম আনবে বয়ে
সুখের খবর আর আনন্দ নিয়ে
মানবের সাথে থাকব জিয়ে।
জীবন মানে হাসি-কাঁন্না, 
আনন্দ-বেদনা; এই নিয়ে বেঁচে থাকা।

সুখ সুখ করে কাঁদিস না মন।
দুঃখ রবে সারাটা জীবন।
অপরের সুখে সুখি হও তুমি
সবাই তোমায় দেবে চুমি।
আলো আঁধার থাকে পাশাপাশি
তাকেই আমরা ভালো বাসি।
তবে দুঃখ আর রবে না মনে
জীবন হবে সুখী সবার সনে। 

জীবন মানে উদারতা 
থাকতে হবে মানবতা
মানবের তরে মানব জনম সার
 আপদে-বিপদে পাশে থাকতে পার।
পারি যেন স্মরণ করি
কেহ আমার পর নারি।

আমি তো চলে যাব; যেতই হবে
কিছু নাহি কেহ সঙ্গে নিবে,
থাকবে আমার কর্ম যত 
ভালো কিংবা মন্দ কত,
মানবের মাঝে বেঁচে রবে
অনন্তকাল ধরে ভবে।
যা আছে কর্ম মম; তা গ্রহণ কর 
মানুষের হৃদে ফুল ফুটে 
হাসব আমি জগৎ পুটে  
জীবন মানে বেঁচে থাকা।
মানব হৃদয়কোণে চিত্র আঁকা।
স্মরণে বিস্মরণে ভালো রাখা
 থাকে যেন সবার স্বপ্নে মন্ত্রমাখা।
সবার তরে যেন পারি জীবন দিতে
মৃত্যুটাকে হাসি মুখে রবণ করে নিতে।


মহাকালের বীণায় আজি বাজে জানি
সকলকে আজ নিতে হবে মানি
আমি শুধু কেবল জানি
রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা
এই চক্রে আমাদের সকলের জীবন বাঁধা।


No comments: