অতিথির স্মৃতি
গফুরের প্রিয় গরু মহেশ। মহেশকে সে সন্তানের মত ভালবাসত, সে প্রায় সময় মহেশের সাথে কথা বলত। নিজে না খেয়ে মহেশকে খাওয়াত। মহেশ আজ বেঁচে নেই কিন্তু গফুর তাকে ভুলতে পারে নি।
ক. ভজন শুরু হয় কখন?
খ. মালি-বৌ অতিথিকে তাড়িয়ে দিত কেন?
গ. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে দিকটি বিদ্যমান তা ব্যাখ্যা কর?
ঘ. উদ্দীপকে‘অতিথির স্মৃতি’গল্পের খণ্ডিত চিত্র প্রকাশ পেয়েছে- ‘অতিথির স্মৃতি’গল্পের আলোকে বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দা।
রতন অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে কেটি গর্তে একটি বিড়ালছানাকে আটকে থাকতে দেখে রিকশাওয়ালার সাহায্যে সে বিড়ালটিকে উদ্ধার করে পরিষ্কার করে বাড়ি নিয়ে আসে। খুব অল্প সময়ে বিড়ালটি তাদেও পরিবারের একজন হয়ে ওঠে।
রতন অফিস থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে কেটি গর্তে একটি বিড়ালছানাকে আটকে থাকতে দেখে রিকশাওয়ালার সাহায্যে সে বিড়ালটিকে উদ্ধার করে পরিষ্কার করে বাড়ি নিয়ে আসে। খুব অল্প সময়ে বিড়ালটি তাদেও পরিবারের একজন হয়ে ওঠে।
ক. বেরিবেরির আসামি কারা?
খ. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হতো কেন?
গ. রতনের মধ্যে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটি বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ. ‘জীবনের প্রতি ভালোবাসা মানবমনের এক পরম অনুভূতি’ উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
৩। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দা।
বাদল সাহেব ডায়াবেটিস রোগী। ডাক্তারের পরামর্শে প্রতিদিন বিকালে হাঁটতে বের হন। হাঁটতে গিয়ে দেখেন তার মত অনেকেই হাঁটতে বের হয়েছেন। যারা হাঁটতে বের হয়েছে তার মধ্যে বেশিরভাগই স্থ’ূলকায়। একটু হাঁটলেই হাপিয়ে যায়। তার পরেও প্রাণপণ চেষ্টা করে সবাই হাঁটে। একদিন বাদল সাহেব দেখতে পান একটি বিড়ালছানা অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তিনি বিড়ালছানাটিকে বাড়িতে নিয়ে যান এবং যতœ করে সুস্থ করে তোলেন।
বাদল সাহেব ডায়াবেটিস রোগী। ডাক্তারের পরামর্শে প্রতিদিন বিকালে হাঁটতে বের হন। হাঁটতে গিয়ে দেখেন তার মত অনেকেই হাঁটতে বের হয়েছেন। যারা হাঁটতে বের হয়েছে তার মধ্যে বেশিরভাগই স্থ’ূলকায়। একটু হাঁটলেই হাপিয়ে যায়। তার পরেও প্রাণপণ চেষ্টা করে সবাই হাঁটে। একদিন বাদল সাহেব দেখতে পান একটি বিড়ালছানা অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তিনি বিড়ালছানাটিকে বাড়িতে নিয়ে যান এবং যতœ করে সুস্থ করে তোলেন।
ক. কী দেখে লেখকের সত্যিকারের ভাবনা ঘুচে গেল?
খ. লেখকের কেন বাড়ি যাওয়ার আগ্রহ খুঁজে পেল না?
গ. উদ্দীপকে উল্লেখিত রোকদের হাঁটার প্রাণপণ চেষ্টা ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটিকে নির্দেশ করে?-ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বাদল সাহেবের প্রাণীর প্রতি মমত্ববোধে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের মমত্ববোধের পূর্ণাঙ্গ রূপ ফুটে উঠেছে কী? যথার্থতা বিশ্লেষণ কর।
1 comment:
answer dan
Post a Comment