আবার আসিব ফিরে
১। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দাও।
বাংলার তরু বাংলার ফল
বাংলার পুষ্প বাংলার কমল
মাঠে ঘাটে পথে তটিনী সৈকতে
যে দেখে সে আপন হারা।
ক. ‘আবার আসিব ফিরে’ কাবতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
খ. কবি বাংলাদেশকে ‘নবান্নের দেশ’ বলেছেন কেন?
গ. উদ্দীপকটি ‘আবার আসিব ফিরে’ কবিতাটির সঙ্গে যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
ঘ. সাদৃশ থাকলেও উদ্দীপকটিতে ‘আবার আসিব ফিরে’ কবিতার আকাঙ্খা প্রকাশ পায় নি।- বক্তব্যটি বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দীপকটি পড় ও প্রশ্নগুলোর উত্তর দাও।
দৃশ্যকল্প-১: বিস্তৃত মাঠে পাকা ধান। কৃষকের মুখে ফসলের হাসি। ক‘দিন কৃষকের ঘরে আনন্দ উৎসব হবে। উৎসবে
দৃশ্যকল্প-১: বিস্তৃত মাঠে পাকা ধান। কৃষকের মুখে ফসলের হাসি। ক‘দিন কৃষকের ঘরে আনন্দ উৎসব হবে। উৎসবে
মেতে উঠবে বাংলার প্রতিটি ঘর। এ যেন চিরায়ত বাংলার অতি পরিচিত চেনা রূপ।
দৃশ্যকল্প-২: গোধূলি লগনে জগদীশে স্মরে
বিদায় লইব জনমের তরে
লুকাইব আমি সন্ধ্যার আঁধারে
বাংলা মায়ের ক্রোড়ে।
ক. সুর্দশন কী?
খ. ‘বাংলার সবুজ করুণ ডাঙা’ বলতে কী বোজানো হয়েছে?
গ. দৃশ্যকল্প-১ এ সাথে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এর মূলভাব এবং ‘আবার আসিব ফিরে’ কবিতার কবির মূলভাব অভিন্ন।-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
No comments:
Post a Comment