চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Wednesday, July 1, 2020

জাতির পিতা
-মো: সবুজ হাওলাদার
২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২০

মুজিব তুমি মোদের জাতির পিতা
তাইতো তুমি সবার নেতা।
উনিশ শত বিশে মুজিব জন্ম নিলে বঙ্গদেশে
তোমার জন্ম না হলে হতো না স্বাধীন দেশ।
তুমি খোকা থেকে হলে নেতা
এনে দিলে বাঙালি জাতির স্বাধীনতা।

মুজিব তুমি মোদের জাতির পিতা
তাইতো তুমি সবার নেতা।
তোমার নামে দিকে দিকে
ছড়ায় আলো রাতে-দিনে চারদিকে।
সেই আলোতে ভাসাতে মানুষের প্রাণ 
করলে বরণ জেল-জীবন জেনে মরণ।

শিশুকালে ফুটালে যে ফুল 
তার রঙে রাঙাবে বলে
মানুষেরে আপন করে নিলে খেলার ছলে।
মানবতার বীজ করে বপন 
সবারে করলে তুমি আপন।
ভাষা আন্দোলন, কিংবা অধিকার আদায়
রাখিতে পারে নি দাবায়ে তোমায়
তোমায় নিল জেলে বাংলা নিবে কেড়ে
অবশেষে কী দেখা গেল?
একুশ হলো চেতনা; জন্ম নিল জাতীয়তা
এক হলো জনতা; আনতে হবে স্বাধীনতা।

নির্বাচন কিংবা স্বৈরশাসন
পথ হারা জনতাকে দিলে তুমি নির্দেশন।
তোমার আলোয় আলোকিত হয়ে
দেশ থেকে কেটে গেল সকল দুঃশাসন।
বাষট্টির গণশিক্ষা আন্দোলন 
বাঙালিকে করেছিল জাগরণ।
ছিষট্টির ছয় দফা রচনা করেছিল বাঙালির আশা।
জেগে উঠেছিল বীর বাঙালি
অস্ত্র হাতে নিল তুলি।
মুখরিত মিছিলে নগর, গ্রাম
চলছে সর্বদা দুর্বার সংগ্রাম।

ঊনসত্তরের গণ অভ্যুত্থান
সাধারণ জনতার মহা জাগরণ।
শাসকবর্গের ভীত কেঁপে ওঠে
হিমালয় হতে সমুদ্র তটে।
সাত মার্চের ভাষণ; বিশ্বকে তুমি করলে শাসন।
এ ভাষণ শুধু ভাষণ নয় কবির মর্ম ছেড়া ক্রন্দন
কেঁদে ওঠে বাঙালির মন
ঘোষণা করলে শাসকবর্গের মৃত্যু শমন।
কবি, তোমার ভাষণে
সমুদ্রের উত্তাল জোয়ার যেমন
তেমন উদ্বেলিত হয়েছে জনতার মন।

কামার, কুমার জেলে যত
নারী-পুরুষ, ছেলে বুড়ো
অস্ত্র হাতে তোমার কথায়
মোরা যুদ্ধ করি শত্রু যেথায়।

পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে
সেখান থেকে স্বাধীনতাকে আনতে।
যুদ্ধ করেছি মরণ পণ
রাখতে হবে তোমার মান
মৃত্রুকে তুচ্ছ করে হয়েছি আগুয়ান।
আকাশ বাতাস পাতাল ফেরে 
এসেছে বিজয় মহা রণে
চিরকাল তোমায় রাখি যেন মনে। 
মুজিব তুমি মোদের জাতির পিতা
তাইতো তুমি সবার নেতা।
   

No comments: