চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Wednesday, July 1, 2020

আমার দেশের কৃষক 
-মো: সবুজ হাওলাদার
১ মার্চ, রবিবার, ২০২০

আমার দেশে আছে যত কৃষক রাজে
অসাধ্য তারা করে সাধন দধীচি সাজে
তারা-ই মোদের অন্ন তুলে দেয় মুখে
তুচ্ছ তবু থাকে যেন তারা সদা সুখে।
করে না মোদের কেহ অন্নের সমাধান
আছে যত জ্ঞানী-গুণী আর পূণ্যবান।
রোদে পুরে, জলে ভিজে করে সারাদিন কাজ
তবু ঘোচে না তাদের কখনো কপালের ভাজ।

দুঃখ তাদের নিত্য সঙ্গী; সে চিরচেনা আপন
রোগ শোক আর ক্ষুধা-দারিদ্র্যের সাথে দিন যাপন।
ঘরেতে অভাব ঘোর অন্ধকার মহাকাল নিজের জীবন
অন্যের মুখে অন্ন তুলে দিতে করে না কাল ক্ষেপণ।
সবাইকে বাঁচাতে সকলের তরে বিপন্ন করে নিজ প্রাণ
আশা মনে খাসা কখনো যদি আসে শুভক্ষণ।

অন্ধকারের পর আলো আসে জানি
সকল পাপ তাপ ধুয়ে মুছে নিতে
সকলকে সুখের সাগরে ভাসিয়ে দিতে
তুমিই লড়াকু সেনা;
জানে না কোনো হার মানা।
কৃষক দেশের আশার আলো
বাসতে হবে তাদের ভালো
দীর্ঘ রাতের অবসান হবে;
আলোয় আলোয় ভরে রবে
সকলের এ আশা কৃষককে ভালোবাসা 
মাটি কর্ষণ করে গহীন অন্ধকারে
জাগাতে হবে প্রাণের জাগরণ
ধরার বুকে শস্যের স্ফূরণ।

ঘরেতে অন্ন বস্ত্র নেই খাবার
ঘাটে মাঠে বাটে আছে যাবার
যেতে হবে ফসলের মাঠে
চাষ করতে জমি দিনে রাতে
সারাদিনের হাড়-ভাঙা খাটুনি
এক বেলা পেট ভরা খাবার জোটেনি।
চিন্তার খাঁজ মোছে না ভাঁজ
নেই কোনো জীবনে সুখের খবর 
আসে না কখনো চাঁদের বাসর
নেই আয়োজন জীবন সাজাবার
তবুও অপেক্ষা আনন্দ আসরের।

 তারাই কৃষক, তারাই মানুষ বাসতে হবে ভালো
নিত্য আমাদের জীবনে ছড়ায় যারা আলো।

No comments: