চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Monday, July 6, 2020


# তোমার এলাকার সাধারণ পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রকাশকের নিকট আবেদনপত্র লেখ।

২০ মার্চ, ২০১৮ খৃ:
জেলা প্রশাসক,
বরিশাল।

বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, বরিশাল জেলার উজিরপুর থানার অন্তর্গত গুঠিয়া একটি বর্ধিষ্ণু ইউনিয়ন। অত্র এলাকায় বহু শিক্ষিত লোকের বাস। এখানে দুটি উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং তিনটি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রতিবছর এসব বিদ্যালয়ে বহুসংখ্যক ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। এলাকায় সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক বেশ কয়েকটি প্রতিষ্ঠান নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। তবে এখন আমাদের কাছে যে অভাবটি প্রকট হয়ে উঠেছে, তা হল এখানে কোনো পাঠাগার নেই। এলাকার অধিবাসীদের পক্ষে নিজেদের অর্থে একটি পাঠাগার স্থাপন করা সম্ভব হচ্ছে না। যে ইউনিয়নরে প্রতিটি গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে, সেখানে যে একটি পাঠাগারের বিশেষ প্রয়োজন এ কথা সর্বজনস্বীকৃত।

অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাদের ইউনিয়নের শিক্ষা-সংস্কৃতি তথা সামগ্রিক জীবনমান উন্নয়নের স্বার্থে এখানে একটি সাধারণ পাঠাগার স্থাপনের সুবন্দোবস্ত করে এলাকাবাসীকে বাধিত করবেন।

নিবেদক-
গুঠিয়া ইউনিয়নের অধিবাসীদের পক্ষে-
মো: কামাল হোসেন
মো: জামাল হোসেন

No comments: