চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Tuesday, July 7, 2020


মনে কর, তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সম্পতি তোমার বাবার বদরি হয়েছে। তাই তোমাকেও তার সাথে যেতে হবে। এ জন্য স্কুলের প্রধান শিক্ষকের নিকট ছাড়পত্র চেয়ে আবেদনপত্র লেখ।

২৪ জানুয়ারি, ২০১৮ খৃ:
প্রধান শিক্ষক,
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়,
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

বিষয়: বিদ্যালয় হতে ছাড়পত্র পাওযার জন্য আবেদনপত্র।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণির একজন ছাত্র। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা। সম্প্রতি তাকে রাজশাহী শহরে বদলি করা হয়েছে। তাই আমার পরিবারের সবার সঙ্গে আমাকেও রাজশাহীতে যেতে হ”েছ। সেখানে নতুন করে ভর্তির জন্য এই বিদ্যালয়ের ছাড়পত্র প্রয়োজন।

অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা, আমাকে বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র দিয়ে বাধিত করবেন।

নিবেদক-

মুমতারিন মালিহা
শ্রেণি: অষ্টম
শাখা: খ
রোল: ০১

No comments: