লোভে পাপ, পাপে মৃত্যু।
মূলভাব: লোভ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয় ও তাকে অসৎ উপায় অবলম্বন করতে প্ররোচিত করে। লোভের পরিণাম অতি ভয়াবহ-এমনকী মৃত্যুও বিচিত্র নয়।
সম্প্রসারিত ভাব: লোভী মানুষ পাপকার্য করতে দ্বিধাবোধ করে না। ভোগের নিমিত্তে উদ্ভ্রান্ত আবেগ আর অদম্য বাসনা থেকেই জাগতিক যাবতীয় পাপের উৎপত্তি। লোভের মোহে থেকে মানুষ সত্য ও সুন্দরকে অবজ্ঞা করে। সে পার্থিব ধন-সম্পদ আহরণে ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু যখন সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখন সে পাপাচারে লিপ্ত হয়। সে ক্রমান্বয়ে অবৈধ ও মন্দ পথের দিকে অগ্রসর হয়। ভোগের লালসায় শুরু হয় পাপের উৎসব। মানুষ এ সময় হয়ে ওঠে পশুর মত। তার এ পাপাচার তাকে মৃত্যুও দিকে ঠেলে দেয়। অপরদিকে নির্লোভ ব্যক্তি পাপ মুক্ত সত্য ও সুন্দর জীবন লাভ করে। তার জীবনে লোভের তাড়না থাকে না, থাকে না পাপের অস্তিত্ব। লোভী ব্যক্তি অন্যায়, অসত্য আর পাপের পথে ধাবিত হয়ে অকাল মৃত্যুও মুখোমখি হয়।
মন্তব্য: লোভ বর্জন না করলে জীবনকে সুন্দর ও সার্থক করা যায় না। নির্লোভ জীবন সকলের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে।
একতাই বল।
মূলভাব: সকলে মিলেমিশে কাজ করার মধ্যে যেমন আনন্দ আছে, তেমনি সবাই মিলে যে কোনো কঠিন কাজও সহজে করা যায়। পৃথিবীতে যে ব্যক্তি নিঃসঙ্গ ও একা, সে নিঃসন্দেহে অসহায়।
সম্প্রসারিত ভাব: একজন মানুষ যখন একা তখন তার শক্তি থাকে সীমিত। কিন্তু যখন একতাবদ্ধ হয়ে দশজন একসঙ্গে কোনো কাজে হাত দেয় তখন সে হয় অনেক সবল ও শক্তিশালী। এই একতাবদ্ধ শক্তি তখন রূপ নেয় প্রচণ্ড শক্তিতে। তখন যে কোনো কঠিন কাজ আর কঠিন মনে হয় না। এজন্য প্রয়োজন একতার। পৃথিবীর আদিপর্বে মানুষ ছিল ভীষণ অসহায়। কারণ তখন সে ছিল একা। সভ্যতার উষালগ্নে মানুষ উপলব্ধি করল যে, ঐক্যবদ্ধ জীবন ছাড়া এ পৃথিবীর সমস্ত প্রতিকূলতার কাছে সে ছিল তুচ্ছ। তাই মানুষ স্বীয় প্রয়োজনে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্যে গড়ে তোলে সমাজবদ্ধ জীবন, হয়ে ওঠে সামাজিক বলে বলিয়ান। পৃথিবীতে যে একা, সেই অসহায়। আর যে অসহায় তার সামর্থ্য নেই বললেই চলে। বিন্দু বিন্দু পানির ফোটা মিলে তৈরি হয় বিশাল জলরাশি। ঠিক অনেক ব্যক্তি মিলে গঠিত হয় জাতীয় শক্তি, যা জাতীয় জীবনে বিরাট অবদান রাখতে সক্ষম হয়। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতি একতাবদ্ধ ছিল বলে পাক বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনতে পেরেছিল। শুধু জাতীয় জীবনে নয়, আমাদের সামাজিক ও পারিবারিক জীবনেও একতার প্রয়োজন।
মন্তব্য: সভ্যতার বিকাশে চাই মানুষের একতাবদ্ধ প্রয়াস।
No comments:
Post a Comment