আম আঁটির ভেঁপু
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
শ্রাবণের শেষের একদিন। হাওয়া-শূন্য স্তব্ধতায় বিস্তৃত ধানক্ষেত নিথর। কোথাও একটু কম্পন নেই। আকাশে মেঘ নেই। এমন দিনে লোকেরা ধানক্ষেতে নৌকা নিয়ে বেরোয়। ধানক্ষেতে নিঃশব্দতা, কোথাও একটা কাক আর্তনাদ করে উঠলে মনে হয় আকাশটা বুঝি চটের মতো চিরে গেল।
ক. হরিহর কার বাড়িতে গোমস্তার কাজ করে?
খ. দুর্গার পা টিপে টিপে বাড়িতে প্রবেশের কারণ কী?
গ. উদ্দীপকের সঙ্গে ‘আম আঁটির ভেঁপু’ গল্পের বৈসার্দশ্য নির্ণয় কর
ঘ. বিষয় বসতুগত বিশ্লেষণে প্রকৃতিই উদ্দীপক ও ‘আম আঁটির ভেঁপু’ গল্পের মূল প্রেরণা-মন্তব্যটি মূল্যায়ন কর।
২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
মাজেদ গ্রামের একজন গরিব কৃষক। নিজের অল্প কিছু চাষের জমি আছে। সেই জমি আর বাড়ির আঙ্গিনায় ফসল, শাক, সবজি ও ফলমূল চাষ করে। জমিতে যে পরিমাণ ধান হয় তাতে কোনোরকমে দিন চলে যায়। ভাগ্যের উন্নতির জন্য মাঝে মধ্যে অন্যের বাড়িতে কামলা খেটে বাড়তি আয় করে।
ক. দুর্গা আঁচলের খুঁট খুলে কী বের করল?
খ. আমার কথা বলতেই অপুকে দুর্গা থামিয়ে দিল কেন?
গ. উদ্দীপকে ‘আম আঁটি ভেঁপু’ গল্পের কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ‘আম আঁটি ভেঁপু’ গল্পের মূলভাবকে কতটুকু ধারণ করে? যুক্তিসহ বুঝিয়ে লেখ।
৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দা।
ছোট ছেলেটার কয়দিন থেকে ভীষণ জ্বর। বিধাব ফুলবাসু হাঁসের কয়েকটা ডিম বেচে ছেলের চিকিৎসা করালেও এখন আর সে সামর্থ্যও নেই। প্রতিবেশি জরিনার কাছে ধার নিবে কেমন করে-আগের ধারটাই যে শোধ হয়নি।
ক. আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে?
খ. ‘তখুনি কি রাজি হতে আছে’-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘আম আঁটি ভেঁপু’ গল্পের কোন দিকটি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ফুলবানু কি ‘আম-আঁটি ভেঁপু’ গল্পের সর্বজয়ার প্রতিচ্ছবি? তোমার মতামত উপস্থাপন কর।
No comments:
Post a Comment