চলমান কথা

গত ১১ মে, ২০২০ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের অনলাইন পরীক্ষার শুভ উদ্বোধন করেন প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এপিএসসিএল।

স্বপ্নের পদ্মা সেতু; স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের পদ্মা সেতুর সাথে স্বপ্ন যাবে বাড়ি।

Wednesday, July 1, 2020

পাছে লোকে কিছু বলে

১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
    সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান 
    সঙ্কটের কল্পনাতে হয়ো না মিয়মান 
    মুক্ত করো ভয় 
    আপনা মাঝে শক্তি নিজেরে করো জয়। 

ক. শক্তি কিসের কবলে মরে?
খ. ‘একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মূলভাবে কি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার বিপরীতার্থক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও। 
ঘ. “উদ্দীপকের মূলসুর সকল সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।” উক্তিটি ‘পাছে লোকে কিছু বলে’  কবিতার আলোকে বিশ্লেষণ কর। 
      
২. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুমিন। ক্লাস চলাকালে সে চুপচাপ শুনে থাকে। তার মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু সে কোনো প্রশ্ন করে না, লজ্জা পায়। সব সময় ভয়ে তটস্থ থাকে এবং যেকোনো কাজে নিজেকে গুটিয়ে রাখে। অপরদিকে, সোহেল শিক্ষকের পাঠদানের ফাঁকে প্রয়োজনীয় প্রশ্ন করে বিষয়টি ভালোভাবে বুঝতে চেষ্টা করে। 

ক. হৃদয়ে বুদবুদের মতো কি ওঠে?
খ. ‘আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি’ কেন?
গ. উদ্দীপকের মুমিনের মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা কর।  
ঘ. “উদ্দীপকের সোহেলই ‘পাছে লোকে কিছু বলে’  কবিতার কবির প্রত্যাশিত ব্যক্তি।’’-মন্তব্যটি বিশ্লেষণ কর।

No comments: